সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি ভরের নিত্যতা সূত্র বা অবিনাশিতা সূত্র | Law of Conservation of Mass | Physics GK Competitive Exam . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ভরের নিত্যতা সূত্র বা অবিনাশিতা সূত্র | Law of Conservation of Mass | Physics GK Competitive Exam।
ভরের নিত্যতা সূত্র বা অবিনাশিতা সূত্র | Law of Conservation of Mass | Physics GK Competitive Exam
❏ ভরের নিত্যতা সূত্র বা অবিনাশিতা সূত্র (Law of Conservation of Mass):-
পদার্থ অবিনশ্বর, এর সৃষ্টি কিংবা বিনাশ নেই। পদার্থের এই অবিনাশিতা সূত্রটি যুক্তি ও পরীক্ষার সাহায্যে প্রথম প্রমাণ করেন বিজ্ঞানী ল্যাভয়সিয়েঁ।
❏ ভরের নিত্যতা সূত্র:- জড় পদার্থ অবিনশ্বর। কোনো প্রক্রিয়া দ্বারাই পদার্থকে সৃষ্টি কিংবা ধ্বংস করা যায় না। বিভিন্ন ভৌত প্রক্রিয়ায় পদার্থের অবস্থান্তর ঘটে এবং রাসায়নিক বিক্রিয়ায় পদার্থ পৃথক ধর্মবিশিষ্ট অন্য পদার্থে রূপান্তরিত হয়, কিন্তু বিক্রিয়ার আগে ও পরে মোট ভরের কোনো হ্রাস বৃদ্ধি ঘটে না। এই বিশ্বে মোট ভরের পরিমাণ ধ্রুবক। এটাই হল ভরের অবিনাশিতা সূত্র বা নিত্যতা সূত্র।
❏ ভরের নিত্যতা সূত্রের ব্যাখ্যা:- মনে করি, A এবং B দুটি পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার ফলে দুটি নতুন পদার্থ C এবং D উৎপন্ন হল। দেখা যাবে, বিক্রিয়ার আগে (A + B) -এর মোট ভর = বিক্রিয়ার পরে (C + D) -এর মোট ভর।
❏ ভরের নিত্যতা সূত্রের প্রমাণ (Proof of Law of Conservation of mass):-
■ ম্যাগনেসিয়ামের দহন (Burning of Magnesium):- এক টুকরো ম্যাগনেসিয়াম (Mg) ফিতাকে ওজন করে বাতাসে পোড়ানো হল । দেখা গেল পোড়ানোর পর কিছুটা সাদা অবশেষ পড়ে রয়েছে। অবশেষের ওজন নিলে দেখা যায় এর ভর গৃহীত ম্যাগনেসিয়ামের ভরের চেয়ে বেশি। এক্ষেত্রে কি ভর সৃষ্টি হল ? ঘটনা কিন্তু তা নয়। দহনের ফলে বাতাসের অক্সিজেন (O2) ও নাইট্রোজেন (N2) ম্যাগনেসিয়ামের সঙ্গে যুক্ত হয়ে MgO- এবং Mg3N2 উৎপন্ন করে, যা সাদা অবশেষ রূপে পড়ে থাকে। অর্থাৎ, অবশেষের ভর বৃদ্ধির কারণ হল ম্যাগনেসিয়ামের সঙ্গে O2 ও N2- এর সংযুক্তি।
অর্থাৎ, Mg- এর ভর + দহনে অংশগ্রহণকারী O2 এবং N2- এর ভর = উৎপন্ন (MgO + Mg3N2) -এর ভর। সুতরাং বলা যায়, এই রাসায়নিক পরিবর্তনটিতে মোট ভরের কোনো হ্রাস-বৃদ্ধি ঘটে না — মোট ভরের পরিমাণ একই থাকে।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF