পশ্চিমবঙ্গের সমস্ত পরীক্ষার প্রশ্ন উত্তর | Westbengal All Exam GK Questions Answers

পশ্চিমবঙ্গের সমস্ত পরীক্ষার প্রশ্ন উত্তর | Westbengal All Exam GK Questions Answers
পশ্চিমবঙ্গের সমস্ত পরীক্ষার প্রশ্ন উত্তর | Westbengal All Exam GK Questions Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের সমস্ত পরীক্ষার প্রশ্ন উত্তর | Westbengal All Exam GK Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে পশ্চিমবঙ্গের সমস্ত পরীক্ষার প্রশ্ন উত্তর | Westbengal All Exam GK Questions Answers।




পশ্চিমবঙ্গের সমস্ত পরীক্ষার প্রশ্ন উত্তর | Westbengal All Exam GK Questions Answers

1. ভারতের ইতিহাসের জনক (Father of Indian History) কাকে বলা হয়ে থাকে?

উত্তর:- মেগাস্থিনিস।

2. ভারত এবং দক্ষিণ কোরিয়ার কত তারিখে স্বাধীনতা দিবস পালন করা হয়ে থাকে?

উত্তর:- ১৫th অগস্ট

3. ভারতের কোন শহরে প্রথম ইনসেক্ট মিউজিয়াম (Insect Museum) চালু করা হয়?


উত্তর:- কোয়েম্বাটুর


4. কত সালে মুর্শিদাবাদ জেলায় হাজার দুয়ারী নির্মান কার্য শেষ হয়?

উত্তর:- ১৮৩৭ সালে

5. সেলিম আলী পাখিরালয় ভারতের কোন রাজ্যে অবস্থিত?

উত্তর:- গোয়া

6. সূর্যগ্রহণের সময় চন্দ্র, সূর্য ও পৃথিবীর অবস্থান কেমন হয়?


উত্তর:- সূর্য ও পৃথিবীর মাঝে চন্দ্র অবস্থান করে।


7. ট্রোপোস্ফিয়ার বায়ুমন্ডলের উষ্ণতম অংশ এর কারণ কী?

উত্তর:- এটি পৃথিবীর পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয়।

8. প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যঙ্ক কোনটি?

উত্তর:- পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক

9. ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দেমাতরম গান গাওয়া হয়েছিল কত সালে?

উত্তর:- 1896 সালে।

10. ভারতের নাগরিক নন এমন কে প্রথম ভারতরত্ন পুরষ্কার লাভ করেন?

উত্তর:- খান আব্দুল গফফর খান

11. কারা প্রথম ভারতে স্বর্ণমুদ্রা প্রচলন করেছিলেন?

উত্তর:- ইন্দো-গ্রীক

12. বিখ্যাত সাঁচী স্তূপ কে নির্মান করেছিলেন?


উত্তর:- অশোক

13. গ্রামীণ ও শহর এলকার জন্য পরিকল্পনা কমিশন দ্বারা নির্ধারিত সর্বনিম্ন প্রয়োজনীয় ক্যালরি যথাক্রমে কত হয়?

উত্তর:- 2400 ও 2200

14. ‘মাই লাইফ' বিখ্যাত আত্মজীবনীটি কার?


উত্তর:- বিল ক্লিন্টন

15. সবচেয়ে নমনীয় ধাতু কোনটি?

উত্তর:- সোনা

16. মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা পর্বতারোহী কে ছিলেন?

উত্তর:- জুনকো তাবেই।

17. বিশ্বের বৃহত্তম মানুষের তৈরী খাল কোনটি?

উত্তর:- সুয়েজ খাল

18. প্রথম লোকপাল বিল সংসদে উপস্থাপিত হয় কত সালে?

উত্তর:- মে, 1968 সালে

19. কোন ধারা ভারতের বাকি অংশের থেকে জম্মু ও কাশ্মীরকে আলাদা করেছে?

উত্তর:- ধারা 370

20. ভারতীয় সিনেমার জগতে ‘ট্র্যাজেডি রাণী' নামে কে পরিচিত?


উত্তর:- মীনাকুমার।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post