সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি জেনারেল নলেজ MCQ প্রশ্ন উত্তর | General Knowledge MCQ Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে জেনারেল নলেজ MCQ প্রশ্ন উত্তর | General Knowledge MCQ Questions Answers।
জেনারেল নলেজ MCQ প্রশ্ন উত্তর | General Knowledge MCQ Questions Answers
1. নিচের কোন শহরটি ”ভারতের প্রবেশদ্বার” নামে পরিচিত?
(a) চেন্নাই
(b) মুম্বাই
(c) নিউ দিল্লী
(d) কলকাতা
উত্তর:- (b) মুম্বাই
2. প্রথম অস্কারজয়ী ভারতীয় কে?
(a) এ. আর. রহমান
(b) মতিলাল
(c) ভানু আথাইয়া
(d) সত্যজিৎ রায়
উত্তর:- (d) সত্যজিৎ রায়
3. সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্স্টিটিউট কোথায় অবস্থিত?
(a) রাঁচি
(b) কলকাতা
(c) দিল্লী
(d) মুম্বাই
উত্তর:- (b) কলকাতা
4. কমলাকান্ত— কার ছদ্মনাম?
(a) বৈদ্যনাথ ভট্টাচার্য
(b) ললিত মুখোপাধ্যায়
(c) মোহিতলাল মজুমদার
(d) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর:- (d) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
5. ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত?
(a) ফুটবল
(b) ক্রিকেট
(c) বাস্কেটবল
(d) বিলিয়ার্ড/স্নুকার
উত্তর:- (a) ফুটবল
6. হাজার দ্বীপের দেশ কাকে বলা হয়?
(a) ফিনল্যান্ড
(b) ইন্দোনেশিয়া
(c) বেলজিয়াম
(d) নরওয়ে
উত্তর:- (b) ইন্দোনেশিয়া
7. আয়ুর্বেদ চিকিৎসার জনক কাকে বলা হয়?
(a) চরক
(b) সুশ্রুত
(c) অ্যারিস্টোটল
(d) ভেসালিয়াস
উত্তর:- (a) চরক
8. ভারতের মহিলা জাতীয় হকি দলের ডাক নাম কি? (What is the nickname of India Women’s National Hockey Team?)
(a) নারী (Nari)
(b) শক্তি (Shakti)
(c) দুর্গা (Durga)
(d) নববর্ণ (Nabhvarna)
উত্তর:- (d) নববর্ণ (Nabhvarna)
9. বর্ণহীন প্লাস্টিডকে বলা হয়?
(a) ক্লোরোপ্লাস্টিড
(b) ক্রোমোপ্লাস্টিড
(c) লিউকোপ্লাস্টিড
(d) কোনটাই নয়
উত্তর:- (c) লিউকোপ্লাস্টিড
10. কোন দেশের সাথে পশ্চিমবঙ্গের সবচেয়ে কম আন্তর্জাতিক সীমারেখা বিস্তৃত?
(a) নেপাল
(b) ভুটান
(c) মায়ানমার
(d) বাংলাদেশ
উত্তর:- (a) নেপাল
11. কোনটি একটি আইনগত অধিকার হিসেবে গণ্য হয়?
(a) সাম্যের অধিকার
(b) স্বাধীনতার অধিকার
(c) সম্পত্তির অধিকার
(d) ধর্মীয় স্বাধীনতার অধিকার
উত্তর:- (c) সম্পত্তির অধিকার
12. নিচের কোন ধাতব পাত্রে সবচেয়ে শক্তিশালী অ্যাসিড রাখা হয়?
(a) আয়রন
(b) পিতল
(c) পিতল
(d) সিসা
উত্তর:- (d) সিসা
13. কোন গ্যাসের আণবিক ঘনত্ব 42 হলে ওই গ্যাসটির বাষ্প ঘনত্ব কত হবে?
(a) 20
(b) 21
(c) 42
(d) 84
উত্তর:- (b) 21
14. প্রদীপের সলতে সর্বদা তেলের সিক্ত থাকার কারণ হলো?
(a) চাপের পার্থক্য
(b) কৈশিকতা
(c) তেলের নিম্ন সান্দ্রতা
(d) অভিকর্ষজ বল
উত্তর:- (b) কৈশিকতা
15. ভারতীয় সংবিধানে প্রজাতন্ত্রের ধারণা নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে?
(a) ফ্রান্স
(b) ইংল্যান্ড
(c) দক্ষিণ আফ্রিকা
(d) সুইডেন
উত্তর:- (a) ফ্রান্স
16. কোনটির জন্য স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়?
(a) সোডিয়াম
(b) কার্বন-ডাই -অক্সাইড
(c) সালফার
(d) অক্সিজেন
উত্তর:- (a) সোডিয়াম।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF