10th April 2025 Current Affairs in Bengali Quiz | 10th এপ্রিল 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

10th April 2025 Current Affairs in Bengali Quiz | 10th এপ্রিল 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
10th April 2025 Current Affairs in Bengali Quiz | 10th এপ্রিল 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 10th April 2025 Current Affairs in Bengali Quiz | 10th এপ্রিল 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 10th April 2025 Current Affairs in Bengali Quiz | 10th এপ্রিল 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।



10th April 2025 Current Affairs in Bengali Quiz | 10th এপ্রিল 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. নতুন পামবান রেল সেতু কোন দ্বীপকে মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করেছে?

উত্তর:- রামেশ্বরম

2. সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে 'মিত্র বিভূষণ' পুরস্কার প্রদান করলেন?

উত্তর:- শ্রীলঙ্কা


3. সম্প্রতি কোন দেশের রাজধানীতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে "সিটি কী অফ অনার" দিয়ে সম্মানিত করা হলো?

উত্তর:- পর্তুগালের রাজধানী লিসবন

4. সম্প্রতি ওমান ইন্ডিয়া জয়েন্ট ইনভেস্টমেন্ট ফান্ড (OIJIF) এর নতুন সিইও হিসেবে কে নিযুক্ত হয়েছেন?

উত্তর:- সতীশ চাওয়া (Satish Chawwa)

5. RBI -এর ডেপুটি গভর্নর হিসাবে কে নিযুক্ত হয়েছেন?

উত্তর:- মাইকেল ডি. পাত্র

6. T20 ক্রিকেটে 13,000 রান করা প্রথম ভারতীয় ক্রিকেটার কে হলেন?

উত্তর:- বিরাট কোহলি


7. পদ্মশ্রী রাম সহায় পান্ডে, যিনি সম্প্রতি মারা গেছেন, কোন ঐতিহ্যবাহী লোকনৃত্যের সাথে যুক্ত ছিলেন?

উত্তর:- রাই (Rai)

8. সম্প্রতি প্রকাশিত "Fiscal Health Index 2025" -এ শীর্ষে স্থান পেয়েছে কোন রাজ্য?

উত্তর:- ওড়িশা

9. সম্প্রতি Chennai Petroleum Corporation Ltd (CPCL) -এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কে দায়িত্ব গ্রহণ করলেন?

উত্তর:- এইচ. শঙ্কর

10. সম্প্রতি Central Pension Accounting Office (CPAO) কর্তৃক অনুমোদন পেল কোন ব্যাংক?

উত্তর:- IDFC FIRST Bank.

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF


Previous Post Next Post