সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 7th March 2025 Current Affairs in Bengali Quiz | 7th মার্চ 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 7th March 2025 Current Affairs in Bengali Quiz | 7th মার্চ 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
7th March 2025 Current Affairs in Bengali Quiz | 7th মার্চ 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. চীনের পর সম্প্রতি কোন দেশ "Digital Pilot Licenses" কার্যকর করলো?
উত্তর:- ভারত
2. সম্প্রতি কে 14th Asian Snooker Championship টাইটেল জিতলেন?
উত্তর:- পঙ্কজ আদবানি
3. সম্প্রতি প্রকাশিত "Life on Mars : Collected Stories" শিরোনামে বইটি কে লিখলেন?
উত্তর:- নমিতা গোখলে
4. সম্প্রতি প্রকাশিত ICC Men’s ODI Batting Rankings -এ শীর্ষস্থান পেয়েছেন কে?
উত্তর:- শুভমান গিল
5. সম্প্রতি কোন কোম্পানি 'Nugget' নামে AI চালিত কাস্টমার সাপোর্ট টুল লঞ্চ করলো?
উত্তর:- Zomato.
6. সম্প্রতি কোন রাজ্য সরকার গুটকা এবং পান মশলার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করলো?
উত্তর:- ঝাড়খণ্ড
7. সম্প্রতি বেঙ্গালুরুতে 'Ananta' নামে একটি নতুন ক্যাম্পাস খুললো কোন কোম্পানি?
উত্তর:- Google.
8. SBI Card –এর নতুন MD এবং CEO হিসেবে কে নিযুক্ত হলেন?
উত্তর:- সলিলা পান্ডে
9.সম্প্রতি ভারতের নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন কে?
উত্তর:- হরিয়ানার প্রাক্তন মুখ্য সচিব বিবেক জোশী।
10. বাংলাদেশের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে কী রাখা হলো?
উত্তর:- জাতীয় স্টেডিয়াম।
আরও পড়ুন:- 6th মার্চ 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স