6th March 2025 Current Affairs in Bengali Quiz | 6th মার্চ 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

6th March 2025 Current Affairs in Bengali Quiz | 6th মার্চ 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
6th March 2025 Current Affairs in Bengali Quiz | 6th মার্চ 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 6th March 2025 Current Affairs in Bengali Quiz | 6th মার্চ 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 6th March 2025 Current Affairs in Bengali Quiz | 6th মার্চ 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।




6th March 2025 Current Affairs in Bengali Quiz | 6th মার্চ 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. সম্প্রতি কোন শহরে 10th India International Dance and Music Festival অনুষ্ঠিত হলো

উত্তর:- নিউ দিল্লী

2. সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী 2025 সালে ফেব্রুয়ারি মাসে মোট GST সংগ্রহের পরিমাণ কত?

উত্তর:- ১.৮৪ লক্ষ কোটি টাকা


3. ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস -এ সেরা ছবির তকমা পেল কোনটি?

উত্তর:- Anora.

4. সম্প্রতি ব্রিটিশ হাই কমিশন কর্তৃক নাইটহুড উপাধিতে ভূষিত হলেন কে?

উত্তর:- Bharti Enterprises –এর চেয়ারম্যান সুনীল মিত্তাল।

5. সম্প্রতি মধ্যপ্রদেশের ভোপালে Global Investors Summit 2025 -এর উদ্বোধন করলেন কে?

উত্তর:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


6. Institute of Economic Growth (IEG) -এর নতুন ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে?

উত্তর:- অধ্যাপক সব্যসাচী কর

7. পশ্চিমবঙ্গে ‘Sagar Kavach’ নামে একটি নিরাপত্তা মহড়া পরিচালনা করলো কারা?

উত্তর:- ভারতীয় কোস্ট গার্ড

8. Sydney Classic 2025 টাইটেল জিতলেন কে?

উত্তর:- ভারতীয় স্কোয়াশ খেলোয়াড় সৌরভ ঘোষাল

9. কোন দেশের ৫৭তম জাতীয় দিবসে প্রধান অতিথি হিসেবে থাকতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?

উত্তর:- মরিশাস

10. সম্প্রতি এশিয়ার প্রথম Global Hyperloop Competition -এর আয়োজন করলো কোন ইন্সটিটিউট?

উত্তর:- IIT Madras.

আরও পড়ুন:- 5th মার্চ 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Previous Post Next Post