17th April 2025 Current Affairs in Bengali Quiz | 17th এপ্রিল 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

17th April 2025 Current Affairs in Bengali Quiz | 17th এপ্রিল 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
17th April 2025 Current Affairs in Bengali Quiz | 17th এপ্রিল 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 17th April 2025 Current Affairs in Bengali Quiz | 17th এপ্রিল 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 17th April 2025 Current Affairs in Bengali Quiz | 17th এপ্রিল 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।



17th April 2025 Current Affairs in Bengali Quiz | 17th এপ্রিল 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. "বিশ্ব হিমোফিলিয়া দিবস" (World Hemophilia Day) কোন দিন পালিত হয়ে থাকে?

উত্তর:- 17th এপ্রিল


2. সম্প্রতি চণ্ডীগড়ের ডিজিপির দায়িত্ব পেয়েছেন কে?

উত্তর:- রাজকুমার সিং।


3. সম্প্রতি কে ডিবিএস ব্যাংক ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন?

উত্তর:- অম্বুজ চন্দনা।

4. সম্প্রতি, প্রধানমন্ত্রী মোদী কোন রাজ্যের মহারাজা অগ্রসেন বিমানবন্দরে একটি নতুন টার্মিনাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন?

উত্তর:- হরিয়ানা

5. সম্প্রতি মধ্যপ্রদেশ সরকার দ্বারা ঘোষিত ডক্টর ভীমরাও আম্বেদকর বন্যপ্রাণী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত?

উত্তর:- সাগর জেলায় অবস্থিত।

6. সম্প্রতি, কোন রাজ্যের রাইন্ডিয়া সিল্ক এবং খাসি তাঁত পণ্যগুলি জিআই ট্যাগ পেয়েছে?

উত্তর:- মেঘালয়


7. আইপিএল ইতিহাসে ভারতীয়দের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ড কার?

উত্তর:- অভিষেক শর্মা

8. সম্প্রতি কে মন্টে-কার্লো মাস্টার্স 2025 শিরোপা জিতলেন?

উত্তর:- কার্লোস আলকারাজ

9. 17 এপ্রিল, 2025-এ 15 তম BRICS কৃষি মন্ত্রীদের সভা কোথায় অনুষ্ঠিত হলো?

উত্তর:- ব্রাসিলিয়া, ব্রাজিল

10. সম্প্রতি কে পশ্চিমবঙ্গে কালীঘাট স্কাইওয়াক -এর উদ্বোধন করলেন?

উত্তর:- মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF


Previous Post Next Post