20th April 2025 Current Affairs in Bengali Quiz | 20th এপ্রিল 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

20th April 2025 Current Affairs in Bengali Quiz | 20th এপ্রিল 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
20th April 2025 Current Affairs in Bengali Quiz | 20th এপ্রিল 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 20th April 2025 Current Affairs in Bengali Quiz | 20th এপ্রিল 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 20th April 2025 Current Affairs in Bengali Quiz | 20th এপ্রিল 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।



20th April 2025 Current Affairs in Bengali Quiz | 20th এপ্রিল 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. সম্প্রতি GI Tag পেল রিন্ডিয়া সিল্ক এবং খাসি তাঁত, এগুলী কোন রাজ্যে প্রসিদ্ধ?

উত্তর:- মেঘালয়

2. মাত্র ছয় ঘন্টার মধ্যে বিশ্বের প্রথম 3D-Printed Railway Station তৈরি করে রেকর্ড গড়লো কোন দেশ?

উত্তর:- জাপান


3. Tata Consultancy Services - এর নতুন প্রেসিডেন্ট এবং চিফ অপারেটিং অফিসার হিসেবে কাকে নিযুক্ত করা হলো?

উত্তর:- আরতি সুব্রামানিয়ান

4. আইপিএলে ১০০০টি চার এবং ছক্কা মারা প্রথম খেলোয়াড় কে হলেন?

উত্তর:- বিরাট কোহলি

5. বৈজ্ঞানিক গবেষণায় সহযোগিতার জন্য ভারত সম্প্রতি কোন দেশের সাথে একটি Mou চুক্তি স্মারক স্বাক্ষর করেছে?

উত্তর:- ইতালি


6. সম্প্রতি অনুষ্ঠিত Bahrain Grand Prix 2025 শিরোপা জিতলেন কে?

উত্তর:- Oscar Piastri

7. সম্প্রতি University Grants Commission (UGC) -এর নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হলো?

উত্তর:- বিনীত জোশী

8. সম্প্রতি কোন দেশে Africa India Key Maritime Engagement (AIKEYME) Exercise 2025 অনুষ্ঠিত হলো?

উত্তর:- তানজানিয়া


9. সম্প্রতি অনুষ্ঠিত 2025 Monte Carlo Masters শিরোপা জিতলেন কে?

উত্তর:- Carlos Alcaraz.

10. সম্প্রতি কে Verchol Dalit Literary Award 2025 -এ ভূষিত হলেন?

উত্তর:- পি. শিবকামি।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF


Previous Post Next Post