একনজরে ভারতের প্রতিবেশী দেশসমূহ PDF | Neighboring Countries of India Questions Answers PDF

একনজরে ভারতের প্রতিবেশী দেশসমূহ PDF | Neighboring Countries of India Questions Answers PDF

একনজরে ভারতের প্রতিবেশী দেশসমূহ PDF | Neighboring Countries of India Questions Answers PDF

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি একনজরে ভারতের প্রতিবেশী দেশসমূহ PDF | Neighboring Countries of India Questions Answers PDF. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে একনজরে ভারতের প্রতিবেশী দেশসমূহ PDF | Neighboring Countries of India Questions Answers PDF



একনজরে ভারতের প্রতিবেশী দেশসমূহ PDF | Neighboring Countries of India Questions Answers PDF

1. নেপালে অবস্থিত পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গটির নাম কী?

উওর:- মাউণ্ট এভারেস্ট (৮,৮৪৮ মিটার)।

2. নেপালে 'তাল' কথাটির অর্থ কী?

উওর:- হ্রদ।


3. নেপালের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম উল্লেখ করো।

উওর:- মাউণ্ট এভারেস্ট। (৮.৮৪৮ মিটার)।

4. নেপালের দুটি উপত্যকার নাম উল্লেখ করো।

উওর:- পোখরা ও কাঠমাণ্ডু।

5. নেপালের দীর্ঘতম নদীর নাম উল্লেখ করো।

উওর:- কালীগণ্ডক।

6. নেপালের অধিকাংশ নদী কোন দিকে প্রবাহিত হয়েছে?

উওর:- উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত।

7. নেপালের একটি প্রধান শিল্পের নাম উল্লেখ করো।

উওর:- পাট শিল্প।

8. নেপালের প্রধান শহরের নাম উল্লেখ করো।

উওর:- কাঠমাণ্ডু।

9. ভুটান দেশটি ভারতের কোন সীমান্তে অবস্থিত?

উওর:- উত্তর সীমান্তে।

10. ভুটানের সর্বোচ্চ শৃঙ্গের নাম উল্লেখ করো।

উওর:- কুলাকাংড়ি (৭৫৩৯ মিটার)।

11. ভুটানের দুটি উপত্যকার নাম উল্লেখ করো।

উওর:- পারো ও থিম্পু।

12. ভুটানের দীর্ঘতম নদীর নাম উল্লেখ করো।

উওর:- মানস।

13. ভুটানের প্রধান অর্থকরী ফসলের নাম উল্লেখ করো।

উওর:- বড় এলাচ।

14. ভুটানের একটি জলবিদ্যুৎ প্রকল্পের নাম উল্লেখ করো।

উওর:- চুখা।


15. ভুটানের রাজধানীর নাম উল্লেখ করো।

উওর:- থিম্পু।

16. বাংলাদেশ ভারতের কোন দিকে অবস্থিত?

উওর:- পূর্বদিকে।

17. বাংলাদেশের পার্বত্য অঞ্চল বলতে প্রধানত কোন অঞ্চলকে বোঝানো হয়?

উওর:- পার্বত্য চট্টগ্রামকে বোঝানো হয়।

18. বাংলাদেশের উচ্চতম শৃঙ্গের নাম উল্লেখ করো।

উওর:- কিওক্রাডং (১২৩০ মিটার)।

19. বাংলাদেশের দুটি নদীর নাম উল্লেখ করো।

উওর:- পদ্মা, যমুনা।

20. শ্রীলঙ্কার রাজধানীর নাম উল্লেখ করো।

উওর:- কলম্বো।


PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন


File Details:-

File Name:-  Neighboring Countries of India Questions Answers PDF  [www.ajjkal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive

Click Here To Download

Previous Post Next Post