সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 19th April 2025 Current Affairs in Bengali Quiz | 19th এপ্রিল 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 19th April 2025 Current Affairs in Bengali Quiz | 19th এপ্রিল 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
19th April 2025 Current Affairs in Bengali Quiz | 19th এপ্রিল 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. সম্প্রতি RBI রেপো রেট 6.25% থেকে কমিয়ে কত শতাংশ করেছে?
উত্তর:- 6%
2. সম্প্রতি GI Tag পেল 'Axomiya Gohona' এটি কোন রাজ্যে প্রসিদ্ধ?
উত্তর:- আসাম
3. সম্প্রতি কোন রাজ্যে "National Tribal Youth Festival 2025" আয়োজিত হলো?
উত্তর:- মিজোরামে
4. সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সম্মানসূচক ডক্টরেট প্রদান করল কোন দেশ?
উত্তর:- স্লোভাকিয়া
6. সম্প্রতি GI Tag পেল আদিবাসী বস্ত্র 'Ryndia', এটি কোন রাজ্যে প্রসিদ্ধ?
উত্তর:- মেঘালয়
7. সম্প্রতি ড. বি আর আম্বেদকরের নামে একটি নতুন বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা করল কোন রাজ্য সরকার?
উত্তর:- মধ্যপ্রদেশ সরকার
8. সম্প্রতি মহারাষ্ট্রের খুলতাবাদের নাম পরিবর্তন করে কী রাখা হয়েছে?
উত্তর:- রত্নপুর
9. 2025 সালের জন্য বিশ্বের সেরা বিমানবন্দর হিসেবে মনোনীত হয়েছে কীনটি?
উত্তর:- সিঙ্গাপুরের Changi Airport
10. বৈজ্ঞানিক গবেষণায় সহযোগিতার জন্য ভারত সম্প্রতি কোন দেশের সাথে MoU স্বাক্ষর করল?
উত্তর:- আমেরিকা।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF