সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি এক নজরে কলকাতা | Kolkata Related Questions Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে এক নজরে কলকাতা | Kolkata Related Questions Answers।
এক নজরে কলকাতা | Kolkata Related Questions Answers
1. কলকাতার অক্ষাংশ ও দ্রাঘিমাংশের অবস্থান কত?
উত্তর:- কলকাতা ২২° ৩০´ উত্তর অক্ষাংশে এবং ৮৮° ৩০´ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত।
2. কলকাতা শহরের আয়তন প্রায় কত বর্গমিটার?
উত্তর:- ২০৬ বর্গ কিমি (প্রায়)।
3. কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর:- জবচার্নক
4. কলকাতা নগরীর সাক্ষরতার হার কত প্রায় শতাংশ?
উত্তর:- ৮৭.১৪ শতাংশ
5. কলকাতা নগরীর জন্ম কত সালে হয়েছিল?
উত্তর:- ১৬৯০ খ্রিষ্টাব্দের ২৪ অগাস্ট
6. কলকাতা শহরটি কোন নদীটির তীরে অবস্থিত?
উত্তর:- হুগলি নদী
7. কলকাতা জেলা হিসাবে প্রতিষ্ঠা লাভ করে কত সালে?
উত্তর:- ১৯৪৭ সালে
8. কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর:- ১৮৭৬ সালে
9. কত সালে ক্যালকাটা মিউনিসিপাল কর্পোরেশন(CMC) থেকে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন(KMC)-তে রূপান্তরিত করা হয়েছিল?
উত্তর:- ২০০১ সালে
10. কলকাতায় মোট কয়টি বিশ্ববিদ্যালয় অবস্থিত?
উত্তর:- ১১টি বিশ্ববিদ্যালয়
11. কলকাতার নিউ মার্কেট এর আগের নাম উল্লেখ করো।
উত্তর:- স্টূয়ার্ট হগ মার্কেট
12. কলকাতার সবচেয়ে পুরোনো সৌধটির নাম উল্লেখ করো।
উত্তর:- টাউন হল (স্থাপিত ১৮০৪ সাল)
13. কলকাতার সবচেয়ে পুরানো গির্জাটির নাম উল্লেখ করো।
উত্তর:- সেন্ট চার্চ (স্থাপিত ১৭১৬ সালে প্রতিষ্ঠিত)
14. হিন্দু কলেজ বা প্রেসিডেন্সী কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- ১৮১৭ খ্রিস্টাব্দের ২০ শে জানুয়ারী
15. কলকাতার শহীদ মিনার কার স্মৃতির উদ্দেশ্যে স্থাপিত হয়?
উত্তর:- স্যার ডেভিড অক্টার লোনীর। ১৮১৫ সালে স্থাপিত হয়েছিল।
16. কলকাতা হাইকোর্ট কবে স্থাপিত হয়?
উত্তর:- ১৮৬২ সালের ১লা জুলাই
17. কলকাতা বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয়?
উত্তর:- ১৮৫৭ সালের ২৮ শে জানুয়ারি
18. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যর নাম উল্লেখ করো।
উত্তর:- জেমস উইলিয়াম কল্ভিল
19. কলকাতার দীর্ঘতম রাস্তাটির নাম উল্লেখ করো।
উত্তর:- আচার্য জগদীশ চন্দ্র বসু রোড
20. হাওড়া ব্রীজ (রবীন্দ্র সেতু) কবে চালু হয়?
উত্তর:- ১৮৪৩ সালের ২৮শে ফেব্রুয়ারি।
PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন
File Details:-
File Name:- Kolkata Related Questions Answers PDF [www.ajjkal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:- 3 Mb File
Location:- Google Drive