সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি চোখের বিভিন্ন অংশের অবস্থান ও কাজ | Different Parts of Eye Location and Function . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে চোখের বিভিন্ন অংশের অবস্থান ও কাজ | Different Parts of Eye Location and Function।
চোখের বিভিন্ন অংশের অবস্থান ও কাজ | Different Parts of Eye Location and Function
চোখের বিভিন্ন অংশ ➤ অবস্থান ➤ কাজ
❏ আইরিশ = অক্ষিগোলকের সম্মুখভাগ – তারারন্ধ্রকে ছোট ও বড় হতে সাহায্য করে থাকে।
❏ লেন্স = আইরিসের মধ্যভাগ – এর মাধ্যমে চোখে আলোক রশ্মি প্রবেশ করে।
❏ পিউপিল = আইরিসের পশ্চাদভাগ – চোখের এই অংশ আলোর প্রতিসরণ ঘটায় এবং রশ্মিকে রেটিনার ওপর কেন্দ্রীভূত করে।
❏ স্ক্লেরা = অক্ষিগোলকের পশ্চাদভাগ – অক্ষিগোলকের পশ্চাদভাগের বিভিন্ন স্তরকে রক্ষা করে থাকে।
❏ কর্নিয়া = অক্ষিগোলকের সম্মুখভাগ – প্রতিসারক মাধ্যম এবং আলোকরশ্মি কেন্দ্রীভূত করতে সাহায্য করে।
❏ রেটিনা = অক্ষিগোলকের পশ্চাদভাগ – বস্তুর প্রতিবিম্ব গঠনে সাহায্য করে থাকে।
❏ অ্যাকুয়াস হিউমার = কর্নিয়া এবং লেন্সের মধ্যভাগ – প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে
❏ কোরয়েড = অক্ষিগোলকের পশ্চাদভাগ – চোখের এই অংশ রেটিনাকে রক্ষা এবং বিচ্ছুরিত আলোর প্রতিফলন রোধ করে
❏ কনজাংটিভা = কর্নিয়ার বাইরের আচ্ছাদন – কর্নিয়াকে রক্ষা করে থাকে।
❏ অশ্ৰু গ্ৰন্থি = অক্ষিকোটরের উপরিতল – চোখের এই অংশের প্রধান কাজ হলো চোখকে আর্দ্র রাখা।
❏ ইয়োলো স্পট = রেটিনার উপরিভাগ – চোখের এই অংশে সবচেয়ে ভালো প্রতিবিম্ব গঠিত হয়।
❏ ব্লাইন্ড স্পট = রেটিনা এবং অপটিক আয়ুর সংযোগস্থল – চোখের এই অংশে প্রতিবিম্ব গঠিত হয় না।
❏ ভিট্রিয়াস হিউমার = লেন্স ও রেটিনা – চোখের এই অংশ প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে।
❏ রড কোশ = রেটিনা – এর মাধ্যমে চোখ মৃদু আলো শোষণ করে।
❏ কোণ কোশ = রেটিনা – এর মাধ্যমে চোখ উজ্জ্বল আলো ও বর্ণ শোষণ করে।
❏ সিলিয়ারি বডি = লেন্স ও রেটিনা – চোখের এই অংশ লেন্সের উপযোজনে সাহায্য করে।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF