সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি সঙ্গীত ও নৃত্য সংক্রান্ত গুরুত্ত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Music and Dance Related Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে সঙ্গীত ও নৃত্য সংক্রান্ত গুরুত্ত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Music and Dance Related Questions Answers।
সঙ্গীত ও নৃত্য সংক্রান্ত গুরুত্ত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Music and Dance Related Questions Answers
1. ড: সােনাল মান সিং কোন ক্ষেত্রে বিশ্ব বিখ্যাত ছিলেন?
উত্তর:- ওড়িশি নাচে।
2. কোন বিখ্যাত মার্গ সঙ্গীত শিল্পীর প্রথম রবীন্দ্রসঙ্গীতের অ্যালবামের নাম 'বৈঠকি রবি'?
উত্তর:- ওস্তাদ রশিদ খান।
3. রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ও সুর করা 'রবি ঠাকুরের গানে' -র নাম বদলে কে প্রথম 'রবীন্দ্রসঙ্গীত’ (Rabindra Sangeet) শব্দবন্ধ চালু করেছিলেন?
উত্তর:- পঙ্কজকুমার মল্লিক।
4. উত্তরবঙ্গের সবচেয়ে প্রাচীন প্রচলিত বাদ্যযন্ত্র কোনটি?
উত্তর:- পাখােয়াজ
5. কোন দেশের জাতীয় সঙ্গীতের কিছু শব্দ সরকার বদলানােয় লেখক ক্ষোভে ও দুঃখে আত্মহত্যা করেছিলেন?
উত্তর:- শ্রীলঙ্কার (আনন্দ সমরকুন)।
6. কাজী নজরুল ইসলাম কোন উপন্যাসভিত্তিক চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালক ছিলেন?
উত্তর:- রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘গোরা'।
7. কেরলের পরম্পরাগত সর্বাপেক্ষা জনপ্রিয় নৃত্যনাট্যের নাম উল্লেখ করো?
উত্তর:- কথাকলি।
8. কথাকলি নৃত্যনাট্যকে কে প্রথম আধুনিকীকরণ করে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন?
উত্তর:- পাটিকামতােড়ি রাভুন্নি মেনন।
9. বসন্তলক্ষ্মী কোন ক্ষেত্রের নাচে বিখ্যাত ছিলেন?
উত্তর:- ভরতনাট্যম।
10. গীটার ও সেতারের বৈশিষ্ট্য মিশিয়ে কে ‘মােহন বীণা' তৈরি করেছিলেন?
উত্তর:- ‘পদ্মশ্রী’ ও ‘গ্র্যামি পুরস্কার' পাওয়া পন্ডিত বিশ্বমােহন ভাট।
11. "সঙ্গীত রত্নাকর” বইটির রচয়িতা কে ছিলেন?
উত্তর:- শাঙ্গদেব।
12. কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীতের জনক কে ছিলেন?
উত্তর:- পুরন্দর দাস।
13. ‘সিন্থেসাইজার’ বাদ্যযন্ত্র কে আবিষ্কার করেছিলেন?
উত্তর:- রবার্ট মুগ।
14. তানসেনের প্রকৃত নাম উল্লেখ করো?
উত্তর:- রামতনু মিশ্র।
15. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রধান তিনটি গীতিনাট্যের নাম উল্লেখ করো?
উত্তর:- বাল্মিকী প্রতিভা (১৮৮১), কালমৃগয়া (১৮৮২) ও মায়ার খেলা (১৮৮৯)।
16. অতুল প্রসাদের প্রিয় রাগ কোনটি ছিল?
উত্তর:- ভৈরবী।
17. নবদ্বীপ ব্রজবাসী সঙ্গীত কোন ক্ষেত্রের জন্য বিখ্যাত?
উত্তর:- কীর্তন গান।
18. কেশবচন্দ্র মিত্র কোন বাদ্যযন্ত্র বাজানােয় বিখ্যাত ছিলেন?
উত্তর:- পাখােয়াজ।
19. সারেঙ্গী বাজানােয় বিখ্যাত তিন জন ব্যক্তির নাম উল্লেখ করো।
উত্তর:- (১) সুলতান খান, (২) সাবরি খান, (৩) রামনারায়ণ।
20. কর্ণাটকী মৃদঙ্গম বাজানােয় বিখ্যাত দুই জন শিল্পীর নাম উল্লেখ করো।
উত্তর:- (১) ভেলােরজি রামভদ্ৰল, (২) আয়ালপুরম কে শিবরমণ।
21. সানাই বাজানােয় বিখ্যাত দুই জন শিল্পীর নাম উল্লেখ করো।
উত্তর:- (১) ওস্তাদ বিসমিল্লা খান, (২) বাগেশ্বরী গামার।
22. গােয়া রাজ্যে কোন কোন লােকনৃত্য বিখ্যাত?
উত্তর:- ঢালাে, ফুগড়ি, মান্ডাে ও কোরিডিনহাে।
23. সঙ্গীতে পুলিৎজার পুরস্কার চালু হয় কত সালে?
উত্তর:- ১৯৪৩ সালে।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF