সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি ভারতের জাতীয় সংগীত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | National Anthem of India Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ভারতের জাতীয় সংগীত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | National Anthem of India Questions Answers।
ভারতের জাতীয় সংগীত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | National Anthem of India Questions Answers
1. ভারতের জাতীয় সঙ্গীত বা স্তোত্রের "জনগণমন অধিনায়ক" রচয়িতা কে ছিলেন?
উওর:- রবীন্দ্রনাথ ঠাকুর।
2. "জনগণমন অধিনায়ক" গানটিকে ভারতের 'জাতীয় স্তোত্র' বা 'জাতীয় সঙ্গীত' হিসাবে কবে ঘোষণা করা হয়?
উওর:- 24 জানুয়ারী, 1950 সালে।
3. "জনগণমন অধিনায়ক" গানটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল?
উওর:- রবীন্দ্রনাথ সম্পাদিত "তত্ত্ববােধিনী" পত্রিকায় 1912 সালে প্রথম প্রকাশিত হয়েছিল।
4. প্রথম প্রকাশের সময় "তত্ত্ববােধিনী" কবিতার নাম কি ছিল?
উওর:- 'ভারত বিধাতা'।
5. "জনগণমন অধিনায়ক" গানটিকে কে ইংরাজীতে অনুবাদ করেছিলেন?
উওর:- রবীন্দ্রনাথ ঠাকুর।
6. ইংরাজীতে "তত্ত্ববােধিনী" কবিতাকে কি বলা হত?
উওর:- The Morning song of India.
7. "জনগণমন অধিনায়ক" গানটি প্রথম কবে গাওয়া হয়েছিল?
উওর:- 27 ডিসেম্বর, 1911 সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে।
8. "জনগণমন অধিনায়ক" কোথায় প্রথম এই গানটিকে জাতীয় সঙ্গীত বা স্তোত্ররূপে গ্রহণ করা হয়?
উওর:- ভারতের সংবিধান সভা।
9. কত সালে আনন্দমঠ উপন্যাসটি প্রকাশিত হয়েছিল?
উওর:- 1848 সালে।
10. যে কোনো দেশের জাতীয় পতাকা বলতে কী বোঝায়?
উওর:- যে কোনো দেশের ঐতিহ্য, গৌরব এবং মর্যাদার প্রতীক হলো জাতীয় পতাকা।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF