পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পর্যটনকেন্দ্র PDF | Tourist Centers of West Bengal PDF
সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পর্যটনকেন্দ্র PDF | Tourist Centers of West Bengal PDF. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পর্যটনকেন্দ্র PDF | Tourist Centers of West Bengal PDF।
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পর্যটনকেন্দ্র PDF | Tourist Centers of West Bengal PDF
জেলার নাম | পর্যটনকেন্দ্র |
কলকাতা | ভিক্টোরিয়া মেমোরিয়াল, জাদুঘর, জাতীয় গ্রন্থাগার, বিড়লা প্ল্যানেটোরিয়াম, সায়েন্স সিটি, চিড়িয়াখানা, ঠাকুরবাড়ি, কালীঘাট মন্দির, বিড়লা মন্দির, রবীন্দ্র সরোবর, নিক্কো পার্ক, ইডেন গার্ডেন |
হাওড়া | বেলুড় (মঠ)। শিবপুর (বোটানিক্যাল গার্ডেন)। হাওড়া (বিশ্বের বৃহত্তম রেল স্টেশন, রবীন্দ্র সেতু, বিদ্যাসাগর সেতু)। গড়চুমুক (হরিণ প্রকল্প)। আমতা (মেলাই চন্ডী মন্দির)। গাদিয়ারা, পানি ত্রাস, মাকরদহ, নূরপুর, কাসুন্দিয়া |
দক্ষিণ 24 পরগনা | সুন্দরবন (ম্যানগ্রোভ অরণ্য, জাতীয় উদ্যান, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, সজনেখালি-পাখিরালয়, ভগবতপুর-কুমির প্রকল্প, নেতিধোপানি- বাঘপ্রকল্প, কলস দ্বীপ, কাকদ্বীপ, পিয়ালি)। বকখালি (সমুদ্র সৈকত)। গঙ্গাসাগর (কুপিল মুনির আশ্রম)। ঘুটিয়ারি শরিফ (মসজিদ) |
উত্তর 24 পরগনা | দক্ষিণেশ্বর (কালী মন্দির)। ব্যারাকপুর (গান্ধী ঘাট, মঙ্গলপান্ডের স্মৃতি সৌধ)। পলতা (জলের ট্যাংক)। চন্দ্রকেতুগড় |
হুগলি | কামারপুকুর (রামকৃষ্ণ দেবের জন্মস্থান)। তারকেশ্বর (তারকনাথের মন্দির)। ব্যান্ডেল (চার্চ)। হুগলি (ইমামবাড়া)। ফুরফুরা শরিফ (মসজিদ)। চন্দননগর (পর্তুগিজ কলোনি) |
দার্জিলিং | দার্জিলিং (রাজ্যের সর্বপ্রধান পর্যটন কেন্দ্র ও শৈল শহর। হিমালয় পর্বত ও কাঞ্চনজঙ্ঘার প্রাকৃতিক ও নৈসর্গিক দৃশ্য, অসংখ্য ঝোরা, আরামদায়ক জলবায়ু, বাতাসিয়া লুপ, টয় ট্রেন, টি গার্ডেন, টাইগার হিল, রক গার্ডেন, চিড়িয়াখানা, রোপওয়ে ইত্যাদি দ্রষ্টব্য স্থান)। কার্শিয়াং (শৈল শহর, অর্কিড, কাঞ্চনজঙ্ঘা)। মিরিক (শৈল শহর, উপত্যকা)। ঘুম (বিশ্বের সর্বোচ্চ রেল স্টেশন)। পেডং (অর্থ- ফার গাছের দেশ) (কাঞ্চনজঙ্ঘা)। সান্দাকফু, ফালুট, মংপু (শৈল শহর, পর্বতশৃঙ্গ)। |
কলিংপঙ | কলিংপঙ (শৈল শহর, চা বাগান, বৌদ্ধ স্তূপ)। লাভা, ললেগাঁও, মংপু (শৈল শহর, পর্বতশৃঙ্গ) |
জলপাইগুড়ি | গরুমারা, চাপরামারী (জাতীয় উদ্যান, হাতি)। চালসা, লাটাগুড়ি, মূর্তি, ডুয়ার্স (অভয়ারণ্য, চা বাগিচা) |
আলিপুরদুয়ার | জলদাপাড়া, হাসিমারা (অভয়ারণ্য, এক শৃঙ্গ গণ্ডার)। বক্সা, জয়ন্তী (পাহাড়, চুনাপাথরের গুহা, বাঘ প্রকল্প)। |
মুর্শিদাবাদ | মুর্শিদাবাদ (ঐতিহাসিক হাজার দুয়ারী, ইমামবাড়া, মতিঝিল, কাটরা মসজিদ, খোশবাগ)। কর্ণসুবর্ণ (বৌদ্ধ বিহার)। ফারাক্কা (ব্যারেজ)। কাসিমবাজার (রাজবাড়ি)। সৈদাবাদ (আর্মেনিয়ান গির্জা) |
বীরভূম | শান্তিনিকেতন (কবিগুরুর পাঠভবন)। ম্যাসেঞ্জার, তিলপাড়া (জলাধার)। দুবরাজপুর (মামাভাগ্নে পাহাড়)। বক্রেশ্বর (উষ্ণ প্রস্রবণ)। তারাপীঠ (কালী মন্দির)। কেঁদুলি (কবি জয়দেবের জন্মস্থান)। নানুর ( কবি চন্ডীদাসের জন্মস্থান) |
কোচবিহার | কোচবিহার (রাজবাড়ী, রসিক বিল পাখিরালয়, মদন মোহন মন্দির, রাস মেলা) |
পুরুলিয়া | অযোধ্যা, বাগমুন্ডি, দলমা (পাহাড়, ঝর্না, জঙ্গল)। পুরুলিয়া (রাজবাড়ি, সাহেব বাঁধ)। পাঞ্চেত (জলাধার) |
বাঁকুড়া | বিষ্ণুপুর (টেরাকোটা কাজ, মদনমোহন মন্দির, রাসমঞ্চ)। মুকুটমণিপুর (জলাধার)। সুসুনিয়া, বিহারিনাথ (পাহাড়)। জয়রাম বাটি (সারদাদেবীর জন্মস্থান)। ঝিলিমিলি, রানিবাঁধ (অরণ্য)। বাঁকুড়া (টেরাকোটা, ডোকরা কাজ) |
পূর্ব মেদিনীপুর | পূর্ব মেদিনীপুর : দিঘা, মন্দারমনি, শংকরপুর, তাজপুর (সমুদ্র সৈকত)। তমলুক (বর্গভীমা মন্দির)। মহিষাদল (রাজবাড়ি) |
PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন
File Details:-
File Name:- Tourist Centers of West Bengal PDF [www.ajjkal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:- 3 Mb File
Location:- Google Drive