সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 1st May 2025 Current Affairs in Bengali Quiz | 1st মে 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 1st May 2025 Current Affairs in Bengali Quiz | 1st মে 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
1st May 2025 Current Affairs in Bengali Quiz | 1st মে 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. "আন্তর্জাতিক শ্রমিক দিবস" (International Workers' Day) কোন দিন পালিত হয়ে থাকে?
উত্তর:- 1st মে
2. সম্প্রতি ইউনেস্কোর "মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড" রেজিস্টার বুকে কোন কোন গ্রন্থ অন্তর্ভুক্ত হয়েছে?
উত্তর:- নাট্যশাস্ত্র এবং ভগবদ গীতা
3. সম্প্রতি কোন IIT লবণাক্ত জল পরিশোধনের জন্য পদ্ম পাতা থেকে অনুপ্রাণিত সৌর বাষ্পীভবন তৈরি করেছে?
উত্তর:- IIT বোম্বে
4. ফরাসি বিলাসবহুল ব্র্যান্ড শ্যানেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কোন ভারতীয় অভিনেত্রীকে নিযুক্ত করা হয়েছে?
উত্তর:- অনন্যা পান্ডে
5. সম্প্রতি কোন IIT রোগজীবাণু প্রতিরোধের জন্য একটি হোস্ট প্রোটিন আবিষ্কার করেছে?
উত্তর:- আইআইটি বোম্বে
6. আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্সের সদর দপ্তর কোথায় স্থাপিত হতে চলেছে?
উত্তর:- ভারত
7. ভারতের নতুন রাজস্ব সচিব হিসেবে কে নিযুক্ত হয়েছেন?
উত্তর:- IAS অফিসার অরবিন্দ শ্রীবাস্তব
8. সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, 2024-25 অর্থবছরে ভারতের ওষুধ রপ্তানি কত শতাংশ বৃদ্ধি পেয়েছে?
উত্তর:- 9%
9. উত্তরাখণ্ডের সিল্কিয়ারা টানেলের নামকরণ হতে চলেছে কার নামে?
উত্তর:- স্থানীয় দেবতা বাবা বাউখনাগের নামে
10. সম্প্রতি কোন রাজ্য সরকার মহিলাদের ক্ষমতায়নের জন্য 'Mahila Samvad' ক্যাম্পেইন শুরু করলেন?
উত্তর:- বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF