4th May 2025 Current Affairs in Bengali Quiz | 4th মে 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

4th May 2025 Current Affairs in Bengali Quiz | 4th মে 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
4th May 2025 Current Affairs in Bengali Quiz | 4th মে 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 4th May 2025 Current Affairs in Bengali Quiz | 4th মে 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 4th May 2025 Current Affairs in Bengali Quiz | 4th মে 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।



4th May 2025 Current Affairs in Bengali Quiz | 4th মে 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. সম্প্রতি চালু হওয়া 'Sachet' অ্যাপটি কোন দপ্তর তৈরি করেছে?

উত্তর:- জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর

2. সম্প্রতি কে ভারতে সবুজ হাইড্রোজেন সার্টিফিকেশন স্কিম (GHCI) চালু করেছেন?

উত্তর:- প্রহ্লাদ জোশী


3. সম্প্রতি কোন ব্যাঙ্ক "প্রবাহ পোর্টাল" অ্যাপ লঞ্চ করেছে? (PRAVAAH portal)

উত্তর:- ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক

4. সম্প্রতি ভারত নৌবাহিনীর জন্য কয়টি রাফালে মেরিন (রাফালে এম) বিমান ক্রয় করছে?

উত্তর:- 26 টি।

5. সম্প্রতি চালু হওয়া ‘জলজ’ নামক উদ্যোগটি কে পর্যালোচনা করছেন?

উত্তর:- সি আর পাতিল


6. সম্প্রতি ভারতীয় বিমান বাহিনীর নতুন ভাইস চিফ অব দ্য এয়ার স্টাফ হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- এয়ার মার্শাল নর্মদেশ্বর তিওয়ারি

7. WAVES 2025 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হচ্ছে?

উত্তর:- জিও ওয়ার্ল্ড সেন্টার, মুম্বাই


8. লেফটেন্যান্ট জেনারেল প্রতীক শর্মা সম্প্রতি কোন গুরুত্বপূর্ণ সামরিক পদ গ্রহণ করেছেন?

উত্তর:- জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ, নর্দার্ন কমান্ড

9. সম্প্রতি এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত কোন গুরুত্বপূর্ণ সামরিক পদ গ্রহণ করেছেন?

উত্তর:- চিফ অফ ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ (CISC)

10. শিলং-শিলচর গ্রিনফিল্ড করিডোর প্রকল্পের ফলে ভারতের কোন দুটি রাজ্যের মধ্যে সংযোগ স্থাপন হয়েছে?

উত্তর:- মেঘালয় ও আসাম।

আরও পড়ুন:- 3rd মে 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Previous Post Next Post