3rd May 2025 Current Affairs in Bengali Quiz | 3rd মে 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

3rd May 2025 Current Affairs in Bengali Quiz | 3rd মে 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
3rd May 2025 Current Affairs in Bengali Quiz | 3rd মে 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 3rd May 2025 Current Affairs in Bengali Quiz | 3rd মে 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 3rd May 2025 Current Affairs in Bengali Quiz | 3rd মে 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।



3rd May 2025 Current Affairs in Bengali Quiz | 3rd মে 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. "আন্তর্জাতিক সূর্য দিবস" (International Sun Day) কোন দিন পালিত হয়ে থাকে?

উত্তর:- 3rd মে

2. সম্প্রতি কোন মহাকাশ সংস্থা প্রথম স্থানভিত্তিক কোয়ান্টাম সেন্সর তৈরি করলো?

উত্তর:- NASA.


3. সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হিসেবে কারা নির্বাচিত হয়েছেন?

উত্তর:- স্মৃতি মান্ধানা ও জাসপ্রীত বুমরাহ

4. সম্প্রতি RBI ডেপুটি গভর্নর হিসেবে পুনরায়  নিযুক্ত হলেন কে?

উত্তর:- টি রবি শঙ্কর


5. সম্প্রতি কে "Saudi Arabian Grand Prix 2025" শিরোপা জিতলেন?

উত্তর:- Oscar Piastri.

6. সম্প্রতি কোন দেশ সফলভাবে অ-পারমাণবিক হাইড্রোজেন বোমার পরীক্ষা করেছে?

উত্তর:- চীন

7. 2025 সালের জন্য কোন শহরকে বিশ্ব পুস্তক রাজধানী হিসেবে মনোনীত করা হয়েছে?

উত্তর:- রিও ডি জেনেইরো

8. সম্প্রতি দক্ষিণ ভারতের প্রথম এসি ইএমইউ ট্রেন কোন শহরে চালু হয়েছে?

উত্তর:- চেন্নাই

9. সম্প্রতি ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের কোন খেলোয়াড় প্রয়াত হয়েছেন?

উত্তর:- জাইর দা কস্তা (Jair da Costa)

10. সম্প্রতি কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে কে নির্বাচিত হয়েছেন?

উত্তর:- মার্ক কার্নি (Mark Carney)

আরও পড়ুন:- 2nd মে 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Previous Post Next Post