2nd May 2025 Current Affairs in Bengali Quiz | 2nd মে 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

2nd May 2025 Current Affairs in Bengali Quiz | 2nd মে 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
2nd May 2025 Current Affairs in Bengali Quiz | 2nd মে 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 2nd May 2025 Current Affairs in Bengali Quiz | 2nd মে 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 2nd May 2025 Current Affairs in Bengali Quiz | 2nd মে 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।



2nd May 2025 Current Affairs in Bengali Quiz | 2nd মে 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. সম্প্রতি অনুষ্ঠিত ষষ্ঠ এশিয়ান অনূর্ধ্ব-১৮ অ্যাথলেটিক্সে ভারতের পদক সংখ্যা কত?

উত্তর:- ১১টি

2. ভারতের কোন শহর বিশ্বের প্রথম Fully Renewable-Powered City হতে চলেছে?

উত্তর:- অমরাবতী


3. সম্প্রতি প্রকাশিত "Sanskriti Ka Paanchva Adhyay" শিরোনামে বইটি কে লিখলেন?

উত্তর:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

4. সম্প্রতি অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ Asian Athletics Championships -এ পুরুষদের জ্যাভলিন থ্রোতে ভারতের হয়ে প্রথম সোনা জিতেছেন কে?

উত্তর:- হিমাংশু জাখর


5. সম্প্রতি ভারতের 23rd আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন?

উত্তর:- বিচারপতি দীনেশ মহেশ্বরী

6. সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী কোন রাজ্যে ভয়েস অফ কিন্নৌর কমিউনিটি রেডিও স্টেশন চালু করেছে?

উত্তর:- হিমাচল প্রদেশে

7. সম্প্রতি কোন রাজ্যে 'Garia and Borsho Boron Utsav' 2025 -এর উদ্বোধন হলো?

উত্তর:- ত্রিপুরা


8. সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, 2024-25 অর্থবছরে ভারতের অটোমোবাইল রপ্তানি কত শতাংশ বৃদ্ধি পেয়েছে?

উত্তর:- 19% বৃদ্ধি পেয়েছে।

9. সম্প্রতি কোন রাজ্য সরকার রাজ্যের সমস্ত স্কুলে এনার্জি ড্রিংকস নিষিদ্ধ করলো?

উত্তর:- পাঞ্জাব সরকার

10. আইপিএলে সবচেয়ে বেশি ৫০-এর বেশি রানের রেকর্ড কোন ক্রিকেটার গড়েছেন?

উত্তর:- বিরাট কোহলি।

আরও পড়ুন:- 1st মে 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Previous Post Next Post