সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Indus Valley Civilization Important Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Indus Valley Civilization Important Questions Answers।
সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Indus Valley Civilization Important Questions Answers
1. প্ৰাক-ঐতিহাসিক ভারতের জনক কাকে বলা হয়ে থাকে?
উত্তর:- রবার্ট ব্রুস ফুটি (Robert Bruce Foote)
2. সিন্ধু সভ্যতায় বসবাসকারী লোকেদের মূল জীবিকা কি ছিল?
উত্তর:- কৃষিকাজ
3. কোন শস্যটির নিদর্শন সিন্ধু সভ্যতায় পাওয়া যায় না?
উত্তর:- আখ
4. সিন্ধু সভ্যতায় কোন প্রাণীর অস্তিত্ব বিশেষ ভাবে জানা যায় না?
উত্তর:- ঘোড়া
5. সিন্ধু সভ্যতার লোকেরা কোন্ কোন্ ধাতু গুলীর ব্যবহার জানত?
উত্তর:- সোনা, রুপো, তামা, ব্রোঞ্জ
6. মানুষ সর্বপ্রথম কোন্ ধাতুর ব্যবহার শেখে?
উত্তর:- তামা
7. মানুষ কোন যুগ থেকে ফসল উৎপন্ন করতে শুরু করেছিল?
উত্তর:- মধ্য প্রস্তর যুগ।
8. কোথায় প্রথম ধানচাষের নিদর্শন পাওয়া গিয়েছিল?
উত্তর:- বেলান উপত্যকায়
9. সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্যটি কী ছিল?
উত্তর:- নগর পরিকল্পনা
10. প্রাচীন প্রস্তর যুগে মানুষের সবথেকে বড় আবিস্কার ছিল কোনটি?
উত্তর:- হরপ্পা
11. নব্য প্রস্তর যুগে কোন্ ধাতুটি মানুষ সবচেয়ে বেশি ব্যবহার করত?
উত্তর:- তামা
12. হরপ্পার খননকার্য থেকে প্রাপ্ত নর্তকী - মূর্তিটি কোন ধাতু দিয়ে তৈরী ছিল?
উত্তর:- ব্রোঞ্জ
13. হরপ্পা সভ্যতার কোন স্থানটি ভারতের অন্তর্ভুক্ত ছিল না?
উত্তর:- বনবালী ও রোপার
14. গুজরাটের কোন স্থানে হরপ্পা সভ্যতার নিদর্শন পাওয়া যায়?
উত্তর:- কুনটাসি
15. হরপ্পার শহর ও নগরগুলি কোন্ আকৃতির দেখতে ছিল?
উত্তর:- আয়তাকার
16. হরপ্পা সভ্যতার কোন দেবমূর্তিটির কথা পরবর্তী হিন্দুধর্মে পাওয়া যায় না?
উত্তর:- ইউনিকর্ণ
17. কোন স্থানে যাঁড়ের ছবি সম্বলিত সীলমোহর পাওয়া গেছে?
উত্তর:- মহেঞ্জোদাড়ো
18. ভারতবর্ষের প্রাচীন ইতিহাস জানবার জন্য কোনটিকে সেরা উৎস হিসেবে চিহ্নিত করা হয়?
উত্তর:- লিপি।
19. হরপ্পা সভ্যতার বেশীরভাগ যন্ত্রপাতি এবং অস্ত্রপাতি কোন ধাতু দিয়ে তৈরী করা হত?
উত্তর:- তামা, টিন এবং ব্রোঞ্জ।
20. সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি?
উত্তর:- পোড়া ইটের তৈরী অট্টালিকা।
21. মহেঞ্জোদাড়ো সভ্যতা অপর কী নামে পরিচিত?
উত্তর:- মৃতদের উপত্যকা।
22. কোন ক্ষেত্রে প্রথম ধাতব যন্ত্রের ব্যবহার শুরু হয়েছিল?
উত্তর:- জঙ্গল অপসারণে
23. সিন্ধু সভ্যতা কোন কোন রাজ্যে বিস্তার লাভ করেছিল?
উত্তর:- পাঞ্জাব, সিন্ধু, জম্মু-কাশ্মীর, উত্তরপ্রদেশ, রাজস্থান ও গুজরাট।
24. সিন্ধু সভ্যতায় কোন স্থানে বিশাল পুকুর আবিষ্কৃত হয়েছিল?
উত্তর:- মহেঞ্জোদড়ো
25. ভারতবর্ষের কোথায় প্রথম নব্য প্রস্তর যুগের নিদর্শন পাওয়া গিয়েছিল?
উত্তর:- লিংসুয়র।
26. সিন্ধু সভ্যতার কোন শহরটি জল প্রকল্পের জন্য বিখ্যাত ছিল?
উত্তর:- মহেঞ্জোদড়ো
27. সোহান সংস্কৃতির অপর নাম কী ছিল?
উত্তর:- পুরাতন প্রস্তর যুগের সংস্কৃতি
28. হরপ্পা সভ্যতার মানুষ কোন জিনিস গুলী সবথেকে বেশী আমদানি করত?
উত্তর:- ধাতু এবং দামি পাথর।
29. মধ্যপ্রস্তর যুগে কোন স্থানে গাছের পাতায় তৈরী বায়ুনিরোধক ব্যবহার করা হত?
উত্তর:- বেগড়
30. হরপ্পায় সভ্যতার কোন স্থানে ধান উৎপন্ন হত?
উত্তর:- লোথাল
31. সিন্ধু সভ্যতা কত খ্ৰীষ্টাব্দে আবিষ্কৃত হয়েছিল?
উত্তর:- ১৯২২ খ্ৰীষ্টাব্দে।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF