সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 5th May 2025 Current Affairs in Bengali Quiz | 5th মে 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 5th May 2025 Current Affairs in Bengali Quiz | 5th মে 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
5th May 2025 Current Affairs in Bengali Quiz | 5th মে 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. সম্প্রতি কোন রাজ্য পুলিশ নিয়োগে অগ্নিবীরদের জন্য 20% সংরক্ষণ ঘোষণা করেছে?
উত্তর:- সিকিম
2. সম্প্রতি প্রকাশিত টাইমস হায়ার এডুকেশন এশিয়া র্যাঙ্কিং 2025 সালে ভারতে কোন প্রতিষ্ঠান শীর্ষ স্থান অধিকার করেছে?
উত্তর:- IISC বেঙ্গালুরু
3. ভারতের কোন রাজ্য AI-ভিত্তিক রিয়েল-টাইম ফরেস্ট অ্যালার্ট সিস্টেম চালু করতে প্রথম হয়েছে?
উত্তর:- মধ্যপ্রদেশ
4. সম্প্রতি ভারত কোন দেশকে ৪.৮ টন টিকা দান করলো?
উত্তর:- আফগানিস্তান
5. সম্প্রতি কোন সংস্থা 'ভারতে MSMEs প্রতিযোগিতার বৃদ্ধি' রিপোর্ট প্রকাশ করেছে?
উত্তর:- নীতি আয়োগ
6. সম্প্রতি কাকে লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কার 2025 দ্বারা সম্মানিত করা হলো?
উত্তর:- কুমার মঙ্গলম বিড়লা
7. 2025 সালে এশিয়ান যোগাসন চ্যাম্পিয়নশিপ কোন দেশ আয়োজন করতে চলেছে?
উত্তর:- ভারত
8. সম্প্রতি ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য ভারতের দ্বারা স্বাক্ষরিত ভারত-মার্কিন চুক্তির মূল্য কত?
উত্তর:- 131 মিলিয়ন মার্কিন ডলার
9. সম্প্রতি নয়াদিল্লিতে কোন নেতার একটি 9 ফুট লম্বা মূর্তি উন্মোচন করা হয়েছে?
উত্তর:- বোদোফা উপেন্দ্র নাথ ব্রহ্মা
10. সম্প্রতি Dreame Technology -এর প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
উত্তর:- বলিউড অভিনেত্রী কৃতি স্যানন।
আরও পড়ুন:- 4th মে 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স