গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | Important General Knowledge Questions Answers

গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | Important General Knowledge Questions Answers
গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | Important General Knowledge Questions Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | Important General Knowledge Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | Important General Knowledge Questions Answers।




গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | Important General Knowledge Questions Answers

1. রবীন্দ্রনাথ কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন?

উওর:- গীতাঞ্জলি।

2. ভারতের প্রথম মহিলা তবলা শিল্পী কে?

উওর:- অনুরাধা পাল।


3. ভারতে প্রথম রেলগাড়ি কত সালে চালু হয়?

উওর:- 1853 সালে।


4. রাষ্ট্রসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?

উওর:- নিউইয়র্ক।

5. শহীদ মিনার কার স্মৃতিস্তম্ভ?

উওর:- স্যার ডেভিড অক্টারলোনি।

6. কোন বিজ্ঞানী প্রথম হৃদপিন্ড সংস্থাপন করেছিলেন?

উওর:- ক্রিশ্চান বার্নার্ড।

7. বুনিয়াদি শিক্ষার প্রবর্তক কে?

উওর:- মহাত্মা গান্ধী।

8. কম্পিউটারের আবিস্কারক ব্যাবেজ কোন দেশের অধিবাসী ছিলেন?

উওর:- গ্রেট ব্রিটেন।


9. মাদার টেরিসা কত সালে ভারতরত্নে ভূষিত হন?

উওর:- 1980 সালে।

10. পাকিস্তানের জাতীয় দিবস কবে পালন করা হয়?

উওর:- 14 আগস্ট।

11. বিশ্ব চলচ্চিত্তের সর্বশ্রেষ্ট পুরস্কার কি নামে অভিহিত হয়?

উওর:- অস্কার।

12. কত সালে কলকাতায় টাকশাল তৈরি হয়?

উওর:- 1757 সালে।

13. কোন পরিবহন ব্যবস্থা আফগানিস্তানে চালু নেই?

উওর:- রেল।

14. কোন শহরটি বাংলার অক্সফোর্ড নামে পরিচিত?

উওর:- নবদ্বীপ।


15. পুলিতজার পুরস্কারটি কোন দেশ থেকে দেওয়া হয়?

উওর:- আমেরিকা।

16. কোরান শরীফ কোন ভাষায় রচিত?

উওর:- আরবি।

17. কোন ব্যক্তি লোকসভার সদস্য না হয়েও লোকসভার অধিবেশনে যোগ দিয়েছিলেন?

উওর:- এটর্নি জেনারেল।

18. প্রসিদ্ধ পর্যটন কেন্দ্র 'গুলমার্গ' ভারতের কোথায় অবস্থিত?

উওর:- লাদাখ।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post