17th August 2025 Current Affairs in Bengali Quiz | 17th আগষ্ট 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

17th August 2025 Current Affairs in Bengali Quiz | 17th আগষ্ট 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
17th August 2025 Current Affairs in Bengali Quiz | 17th আগষ্ট 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 17th August 2025 Current Affairs in Bengali Quiz | 17th আগষ্ট 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 17th August 2025 Current Affairs in Bengali Quiz | 17th আগষ্ট 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।



17th August 2025 Current Affairs in Bengali Quiz | 17th আগষ্ট 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. সম্প্রতি কোন সমবায় ব্যাঙ্ক সারস্বত সমবায় ব্যাঙ্কের সাথে একীভূত হয়েছে?

উত্তর:- নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্ক।

2. রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি গুজরাটের ভাবনগর থেকে কোন নতুন এক্সপ্রেস ট্রেনের ফ্ল্যাগ অফ করলেন?

উত্তর:- ভাবনগর-অযোধ্যা এক্সপ্রেস।


3. সম্প্রতি কোন রাজ্য সরকার Nijut Moina 2.0 প্রকল্প চালু করলো?

উত্তর:- আসাম

4. সম্প্রতি জোমাটোর ব্রান্ড অ্যাম্বাসেডর নিয়োজিত হয়েছেন?

উত্তর:- শাহরুখ খান।


5. সম্প্রতি কোন দেশটি আন্তর্জাতিক সৌর জোটের (ISA) 107তম সদস্য হিসেবে যোগদান করেছে?

উত্তর:- মলদোভা

6. সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ভারতের কোন শহর শীর্ষ AI শহর হিসেবে নির্বাচিত হয়েছে?

উত্তর:- বেঙ্গালুরু।

7. সম্প্রতি কোন মন্ত্রণালয় জাতীয় মাদকদ্রব্য হেল্পলাইন 'MANAS' চালু করেছে?

উত্তর:- স্বরাষ্ট্র মন্ত্রণালয়


8. সম্প্রতি কোন দেশ ডার্ক ঈগল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি করেছে?

উত্তর:- মার্কিন যুক্তরাষ্ট্র

9. সম্প্রতি কোন রাজ্যে Heptapleurum assamicum নামে একটি নতুন উদ্ভিদ প্রজাতি আবিষ্কৃত হয়েছে?

উত্তর:- আসাম

10. সম্প্রতি কে ৪৩তম লোকমান্য তিলক জাতীয় পুরস্কারে সম্মানিত হলেন?

উত্তর:- নীতিন গডকরী।

আরও পড়ুন:- 16th আগষ্ট 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Previous Post Next Post