সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 16th August 2025 Current Affairs in Bengali Quiz | 16th আগষ্ট 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 16th August 2025 Current Affairs in Bengali Quiz | 16th আগষ্ট 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
16th August 2025 Current Affairs in Bengali Quiz | 16th আগষ্ট 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. কোন IIT সম্প্রতি ‘Tutoz’ নামে ভারতের প্রথম AI-powered Learning App লঞ্চ করলো?
উত্তর:- IIT Palakkad.
2. সম্প্রতি অনুষ্ঠিত হতে চলা "12th World Games 2025" কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর:- চীনের চেংডুতে।
3. প্রধানমন্ত্রী কিষাণ সম্পদা যোজনার (PMKSY) জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদিত মোট বাজেটের পরিমাণ কত?
উত্তর:- ₹6,520 কোটি।
4. মলদোভা ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সে (ISA) কোন সংখ্যার সদস্য হিসেবে যোগদান করেছে?
উত্তর:- 107 তম।
5. সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রী SheLeads II প্রোগ্রামের উদ্বোধন করেছেন?
উত্তর:- অন্নপূর্ণা দেবী।
6. কাশ্মীর উপত্যকার কোন রেলওয়ে স্টেশন প্রথম মাল পরিবহন পরিচালনা করে?
উত্তর:- অনন্তনাগ রেলওয়ে স্টেশন।
7. সম্প্রতি কোন মন্ত্রক নতুন ইনক্রেডিবল ইন্ডিয়া ডিজিটাল প্ল্যাটফর্ম (IIDP) চালু করেছে?
উত্তর:- পর্যটন মন্ত্রণালয় (Ministry of Tourism)
8. ‘আপনা ঘর’ (Apna Ghar) উদ্যোগটি সম্প্রতি কোন মন্ত্রণালয় চালু করেছে?
উত্তর:- পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়।
9. নুমালিগড় রিফাইনারি লিমিটেড ডিজিটাল রূপান্তর এবং শিল্প আধুনিকীকরণের জন্য কোন সংস্থার সাথে একটি MoU চুক্তি স্বাক্ষর করেছে?
উত্তর:- BSNL.
10. সম্প্রতি ভারতের নৌবাহিনীর ভাইস চিফ হিসেবে কে দায়িত্ব নিয়েছেন?
উত্তর:- ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাৎসায়ন।
আরও পড়ুন:- 15th আগষ্ট 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স