সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 15th August 2025 Current Affairs in Bengali Quiz | 15th আগষ্ট 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 15th August 2025 Current Affairs in Bengali Quiz | 15th আগষ্ট 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
15th August 2025 Current Affairs in Bengali Quiz | 15th আগষ্ট 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. 15th আগষ্ট 2025 ভারতের কত তম স্বাধীনতা দিবস পালন করা হলো?
উত্তর:- 79th তম।
2. সম্প্রতি IndusInd Bank -এর MD এবং CEO হিসেবে নিযুক্ত হলেন কে?
উত্তর:- রাজীব আনন্দ
3. সম্প্রতি নিউ দিল্লীতে "First Ever BIMSTEC Traditional Music Festival" -এর উদ্বোধন করলেন কে?
উত্তর:- কেন্দ্রীয় মন্ত্রী এস. জয়শঙ্কর
4. সম্প্রতি IRDAI দ্বারা কোন বীমা কোম্পানিকে ৫ কোটি টাকা জরিমানা করা হলো?
উত্তর:- Policybazaar.
5. Tato-II জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত?
উত্তর:- অরুণাচল প্রদেশ
6. সম্প্রতি কোন সংস্থা BHU-NEER পোর্টাল চালু করেছে?
উত্তর:- কেন্দ্রীয় ভূগর্ভস্থ জল কর্তৃপক্ষ (CGWA)
7. সম্প্রতি কোন মন্ত্রক রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রক শ্রেষ্ঠত্ব সূচক (SHRESTH) চালু করেছে?
উত্তর:- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
8. সম্প্রতি কোন রাজ্য সরকার ‘গরুদ দৃষ্টি’ সোশ্যাল মিডিয়া মনিটরিং এবং সাইবার গোয়েন্দা প্রকল্প চালু করেছে?
উত্তর:- মহারাষ্ট্র
9. সম্প্রতি কোন রাজ্য সরকার ভারতের প্রথম ড্রোন-ভিত্তিক কৃত্রিম বৃষ্টির পরীক্ষা শুরু করেছে?
উত্তর:- রাজস্থান
10. স্বাধীনতা দিবসের আগে রাজস্থান সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্সের অভিযানের নাম কী ছিল?
উত্তর:- Operation Alert.
আরও পড়ুন:- 14th আগষ্ট 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স