সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 13th August 2025 Current Affairs in Bengali Quiz | 13th আগষ্ট 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 13th August 2025 Current Affairs in Bengali Quiz | 13th আগষ্ট 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
13th August 2025 Current Affairs in Bengali Quiz | 13th আগষ্ট 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. "বিশ্ব অঙ্গ দান দিবস" (World Organ Donation Day) কোন দিন পালিত হয়ে থাকে?
উত্তর:- 13th আগস্ট
2. ভারতের কোন শহর 2030 কমনওয়েলথ গেমস আয়োজনের প্রস্তাব করেছে?
উত্তর:- আহমেদাবাদ
3. ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন কোন রুটে চালু হতে চলেছে??
উত্তর:- জিন্দ-সোনিপাত (হরিয়ানা)
4. আধার সিস্টেমের নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতা বাড়াতে UIDAI কোন প্রতিষ্ঠানের সাথে 5 বছরের R&D চুক্তি স্বাক্ষর করেছে?
উত্তর:- ভারতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট (ISI)(Indian Statistical Institute)
5. কোন ভারতীয় ক্রিকেটার 2025 সালের জুলাই মাসে 'আইসিসি মেনস প্লেয়ার অফ দ্য মান্থ' পুরস্কার জিতেছেন?
উত্তর:- শুভমান গিল
6. সম্প্রতি অনুষ্ঠিত 15তম হকি ইন্ডিয়া জুনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025 জিতেছে কোন দল?
উত্তর:- ঝাড়খণ্ড
7. সম্প্রতি SpaceX -এর Falcon 9 -এর সাথে "LEAP-1" নামে প্রথম কমার্শিয়াল মিশন লঞ্চ করছেন কওন কোম্পানি?
উত্তর:- Dhruva Space (ধ্রুব স্পেস)
8. সম্প্রতি 'RS-28 Sarmat' নামে একটি Intercontinental Ballistic Missile তৈরি করলো কোন দেশ?
উত্তর:- রাশিয়া
9. WHO–IRCH Herbal Medicine Safety Workshop -এর আয়োজন করতে চলেছে কোন দেশ?
উত্তর:- ভারত
10. সম্প্রতি বিহারের নতুন মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন কে?
উত্তর:- IAS অফিসার প্রত্যয় অমৃত।
আরও পড়ুন:- 12th আগষ্ট 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স