সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 12th August 2025 Current Affairs in Bengali Quiz | 12th আগষ্ট 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 12th August 2025 Current Affairs in Bengali Quiz | 12th আগষ্ট 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
12th August 2025 Current Affairs in Bengali Quiz | 12th আগষ্ট 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. "বিশ্ব হাতি দিবস" (World Elephant Day) কোন দিন পালিত হয়ে থাকে?
উত্তর:- 12th আগষ্ট।
2. সম্প্রতি ভারতের কোন রাজ্যে "নারী আদালত" উদ্যোগ চালু হয়েছে?
উত্তর:- সিকিম।
3. সম্প্রতি IndusInd Bank -এর MD ও CEO হিসেবে কে নিয়োজিত হয়েছেন?
উত্তর:- রাজীব আনন্দ
4. সম্প্রতি অনুষ্ঠিত "এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপে" (ASC) পদক জয়ী প্রথম ভারতীয় কে?
উত্তর:- রমেশ বুদিহাল (Ramesh Budihal).
5. সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি SheLeads II প্রোগ্রামের উদ্বোধন করেছেন?
উত্তর:- নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী।
6. সম্প্রতি কোন দেশের সাথে ভারত 9টি MoU স্বাক্ষর করলো?
উত্তর:- ফিলিপিন্স।
7. সম্প্রতি কোন বীমা কোম্পানিকে 5 কোটি টাকা জরিমানা করলো IRDAI?
উত্তর:- Policybazaar.
8. সম্প্রতি ভারতের দীর্ঘতম রুটের বন্দে ভারত এক্সপ্রেস কে উদ্বোধন করলেন?
উত্তর:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
9. সম্প্রতি নিউ দিল্লীতে First Ever BIMSTEC Traditional Music Festival -এর উদ্বোধন করলেন কে?
উত্তর:- কেন্দ্রীয় মন্ত্রী এস. জয়শঙ্কর।
10. সম্প্রতি প্রধানমন্ত্রী মোদীর কোন উদ্যোগটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করেছে?
উত্তর:- "Pariksha Pe Charcha 2025".
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর