পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা MCQ প্রশ্ন উত্তর | WBP MCQ Important Question Answers

পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা MCQ প্রশ্ন উত্তর | WBP MCQ Important Question Answers
পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা MCQ প্রশ্ন উত্তর | WBP MCQ Important Question Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা MCQ প্রশ্ন উত্তর | WBP MCQ Important Question Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা MCQ প্রশ্ন উত্তর | WBP MCQ Important Question Answers।




পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা MCQ প্রশ্ন উত্তর | WBP MCQ Important Question Answers

1. হর্ষবর্ধনের রাজধানীর নাম কী?
(A) উজ্জয়িনী
(B) কর্ণসুবর্ণ
(C) কনৌজ
(D) রায়গড়

উত্তর:-(C) কনৌজ


2. শৈবাল ও ছত্রাক এর সমন্বয়ে গঠিত উদ্ভিদ হল-
(A) নস্টক
(B) লাইকেন
(C) রাস্না
(D) কোনটিই নয়

উত্তর:-(B) লাইকেন

3. কোন নদীর গিরিখাত পৃথিবীর গভীরতম?
(A) রাইন
(B) লরেন্স
(C) কল্কা
(D) সিন্ধু

উত্তর:-(C) কল্কা


4. আলিপুর বোমা ষড়যন্ত্র মামলায় নিচের কে জড়িত ছিলেন?
(A) অরবিন্দ ঘোষ
(B) যতীন দাস
(C) বিপিনচন্দ্র পাল
(D) বাদল গুপ্ত

উত্তর:-(A) অরবিন্দ ঘোষ

5. মালপ্রভা নদী কোন রাজ্যে অবস্থিত?
(A) কর্ণাটক
(B) পশ্চিমবঙ্গ
(C) কেরালা
(D) মধ্যপ্রদেশ

উত্তর:-(A) কর্ণাটক

6. রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থান কোথায় অবস্থিত?
(A) হায়দ্রাবাদ
(B) ওয়ার্ধা,মহারাষ্ট্র
(C) নিউ দিল্লি
(D) মহীশূর,কর্ণাটক

উত্তর:-(C) নিউ দিল্লি

7. ডিটারজেন্ট এর উপস্থিতি মূলক ঘটিত যৌগ মূলত জল দূষণ ঘটায় সেটি কি ধরনের যৌগ?
(A) কার্বনেট যৌগ
(B) ফসফেট যৌগ
(C) সালফেট যৌগ
(D) ক্লোরাইড যৌগ

উত্তর:-(B) ফসফেট যৌগ


8. বঙ্গভাষা প্রকাশিকা সভা কে এবং কত সালে প্রতিষ্ঠা করেন?
(A) রাজা রামমোহন রায়/১৮২৮
(B) ডিরোজিও/১৯২৮
(C) রাজা রামমোহন রায়/১৮৩০
(D) দেবেন্দ্রনাথ ঠাকুর ও কালিন রায় চৌধুরী/১৮৩৬

উত্তর:-(D) দেবেন্দ্রনাথ ঠাকুর ও কালিন রায় চৌধুরী/১৮৩৬

9. শিবাজী মারাঠা রাজা ছত্রপতি হিসেবে কবে মুকুট ধারণ করেন?
(A) ১৬৬৯ খ্রিস্টাব্দে
(B) ১৬৭৪ খ্রিস্টাব্দে
(C) ১৬৮১ খ্রিস্টাব্দে
(D) ১৬৮৬ খ্রিস্টাব্দে

উত্তর:-(B) ১৬৭৪ খ্রিস্টাব্দে

10. জুভেনিস ছদ্মনাম কে ব্যবাহর করতেন?
(A) বেথুন
(B) ডিরোজিও
(C) অখিল নিয়োগী
(D) অহিদুর রেজা

উত্তর:-(B) ডিরোজিও।

11. জাতিপুঞ্জের প্রথম সেক্রেটারি জেনারেল কে ছিলেন?
(A) ড: সুহার্তো
(B) আবদুর রহমান ওয়াহিদ
(C) প্যাট্রিসিয়া স্কটল্যান্ড
(D) ট্রিগভি লি

উত্তর:-(D) ট্রিগভি লি।

12. একটি স্টিমার নদী থেকে সাগরে ঢুকলে স্টিমারটির অবস্থা কেমন হবে?
(A) ডুবে যাবে
(B) কাত হয়ে পড়বে
(C) আরোও ভেসে উঠবে
(D) কিছুটা ডুবে যাবে

উত্তর:-(C) আরোও ভেসে উঠবে।


13. কোন শহরের ডাকনাম "The Big Apple"?
(A) লন্ডন
(B) নিউইয়র্ক
(C) সিডনি
(D) জোহানেসবার্গ

উত্তর:-(B) নিউইয়র্ক

14. মাহমুদ গজনভির সমাধিসৌধ কোথায় অবস্থিত?
(A) আফগানিস্তান
(B) কলম্বিয়া
(C) নরওয়ে
(D) আগ্রা

উত্তর:-(A) আফগানিস্তান।

15. ব্রাহ্ম সভা কে এবং কত সালে প্রতিষ্ঠা করেন?
(A) রাজা রামমোহন রায়/১৮২৮
(B) ডিরোজিও/১৯২৮
(C) উইলিয়াম জোন্স/১৭৮৪
(D) দেবেন্দ্রনাথ ঠাকুর ও কালিন রায় চৌধুরী/১৮৩৬

উত্তর:-(A) রাজা রামমোহন রায়/১৮২৮

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post