11th August 2025 Current Affairs in Bengali Quiz | 11th আগষ্ট 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

11th August 2025 Current Affairs in Bengali Quiz | 11th আগষ্ট 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
11th August 2025 Current Affairs in Bengali Quiz | 11th আগষ্ট 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 11th August 2025 Current Affairs in Bengali Quiz | 11th আগষ্ট 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 11th August 2025 Current Affairs in Bengali Quiz | 11th আগষ্ট 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।



11th August 2025 Current Affairs in Bengali Quiz | 11th আগষ্ট 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. সম্প্রতি কে নৌবাহিনীর উপপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন?

উত্তর:- ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাতস্যায়ন।

2. বিক্রম সারাভাই স্পেস সেন্টারের নতুন প্রধান হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- এ. রাজারাজন


3. সম্প্রতি খনিজ মন্ত্রনালয় ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেল মিশনের অধীনে কয়টি সেন্টার অফ এক্সিলেন্স স্বীকৃত হয়েছে?

উত্তর:- সাতটি

4. DPPIIT সাশ্রয়ী মূল্যের আবাসন এবং প্রপটেক সেক্টরে উদ্ভাবনের প্রচারের জন্য কোন সংস্থার সাথে একটি MOU স্বাক্ষর করেছে?

উত্তর:- HDFC ক্যাপিটাল অ্যাডভাইজারস লিমিটেড।


5. সারা ভারতে প্রধানমন্ত্রী জাতীয় ডায়ালাইসিস কর্মসূচি কয়টি জেলায় সম্প্রসারিত হয়েছে?

উত্তর:- 751টি।

6. 2025 সালের 43তম লোকমান্য তিলক জাতীয় পুরস্কারে সম্প্রতি কে সম্মানিত হয়েছেন?

উত্তর:- নিতিন গড়করি।

7. সম্প্রতি কোন রাজ্য ভারতে প্রথম তার সরকারি কর্মচারীদের জন্য "বিশ্রামকালীন ছুটির" স্কিম চালু করেছে?

উত্তর:- সিকিম


8. "টাইফুন কো-মে" ঘূর্ণিঝড় সম্প্রতি কোন দেশে আঘাত হানলো?

উত্তর:- চীন

9. সম্প্রতি কোন সমবায় ব্যাঙ্ক, সারস্বত সমবায় ব্যাঙ্কের সাথে একীভূত হয়েছে?

উত্তর:- নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্ক।

10. কাশ্মীর উপত্যকার কোন রেলওয়ে স্টেশন প্রথম মাল পরিবহন পরিচালনা করে?

উত্তর:- অনন্তনাগ রেলওয়ে স্টেশন।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর

Previous Post Next Post