ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | History GK Questions Answers in Bengali

ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | History GK Questions Answers in Bengali
ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | History GK Questions Answers in Bengali

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | History GK Questions Answers in Bengali . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | History GK Questions Answers in Bengali।




ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | History GK Questions Answers in Bengali

1. কাকে ভারতের নেপোলিয়ান বলা হয়?

উত্তর:- সমুদ্রগুপ্তকে।

2. গ্রাণ্ড ট্রাঙ্ক রোড কে প্রতিষ্ঠা করেছিলেন?

উত্তর:- শেরশাহ।


3. বাংলায় ‘স্বাধীন নবাবী’ কে প্রতিষ্ঠা করেছিলেন?

উত্তর:- মুর্শিদকুলি খাঁ।

4. ‘ইণ্ডিকা’ গ্রন্থটির রচয়িতার নাম লেখো।

উত্তর:- মেগাস্থিনিস - গ্রীক ভাষায় লেখা।

5. দক্ষিণবঙ্গের প্রবেশ দ্বার বলা হয় কোন স্থানকে?

উত্তর:- ক্যানিং।


6. বাংলা ও নেপাল সীমান্তে কোন পর্বত রয়েছে?

উত্তর:- সিঙ্গলিলা।

7. ভারতের প্রথম ভাইসরয় কে ছিল?

উত্তর:- লর্ড ক্যানিং।

8. টেলিফোন যন্ত্রটির আবিষ্কর্তা কে? 

উত্তর:- গ্রাহাম বেল।

9. চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন?

উত্তর:- লর্ড কর্ণওয়ালিশ (১৭৯৩ খ্রীষ্টাব্দে)।

10. পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি?

উত্তর:- গঙ্গা।


11. দামোদর নদকে কী বলা হয়ে থাকে?

উত্তর:- বাংলার দুঃখ।

12. সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য কোন জেলায় অবস্থিত?

উত্তর:- দক্ষিণ 24 পরগনা।

13. পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার বলা হয় কোন জেলাকে?

উত্তর:- বর্ধমানকে।

14. হর্ষচরিত গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর:- বাণভট্ট।

15. ওয়াটালুর যুদ্ধ কত খ্রীষ্টাব্দে সংঘটিত হয়েছিল?

উত্তর:- ১৮১৫ খ্রীষ্টাব্দের ১৮ই জুন।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post