WBPSC ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Geography Important Question Answer

ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Geography Important Question Answer
ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Geography Important Question Answer

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Geography Important Question Answer . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Geography Important Question Answer।




ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Geography Important Question Answer

1. উল্কার বেশিরভাগ অংশ কোন উপাদান দিয়ে তৈরী ?


উত্তর :  নিকেল ।


2. আয়তনের দিক থেকে সবচেয়ে বেশী অরণ্য কোন রাজ্যে আছে ?


উত্তর : মধ্যপ্রদেশ ।


3. সুন্দরবন অঞলের কয়েকটি নদনদীর নাম উল্লেখ করো?


উত্তর : পিয়ালী, ঠাকুরন, মাতলা, বিদ্যাধরী, ইছামতী।



4. উত্তরবঙ্গের কয়েকটি নদনদীর নাম উল্লেখ করো?


উত্তর : তিস্তা, তাের্সা, রায়ডাক, সংকোশ, জলঢাকা, কালজানি।


5. পশ্চিমবঙ্গের মালভূমি থেকে উৎপন্ন কয়েকটি নদীর নাম উল্লেখ করো?


উত্তর : অজয়, দামােদর, শিলাই, কেলেঘাই, রূপনারায়ণ।


6. কোন দুটি নদী মিশে রূপনারায়ণ সৃষ্টি হয়েছে?


উত্তর : দারকেশ্বর এবং শিলাই।



7. কোন দুটি নদী মিলিত হয়ে হলদী নদী সৃষ্টি হয়েছে?


উত্তর : কেলেঘাই ও কসাই।


8. পৃথিবীর বৃহত্তমদ্বীপ কোনটি?


উত্তর : গ্রীনল্যাণ্ড ( 21,75,600 কি.মি. ) ।


9. ভারতের প্রথম পারমানবিক শক্তিকেন্দ্র কোথায় স্থাপিত হয়েছে?


উত্তর : তারাপুর ।


10. পৃথিবীর ছাদ বলা হয় কাকে?


উত্তর : পামীর মালভূমিকে।


11. বর্তমানে ভারতে রাজ্যের সংখ্যা কটি?


উত্তর : 29 টি।


12. ভারতের নবীনতম রাজ্য কোনটি?


উত্তর : তেলেঙ্গানা।



13. লুনী নদীর উৎপত্তিস্থল কোথায়?


উত্তর : আনা সাগর।


14. ভারতের ট্রলােগ্রাফিক্যাল ম্যাপ তৈরী করে কোন সংস্থা? 


 উত্তর : সার্ভে অফ ইন্ডিয়া।


15. পৃথিবীর ইউরেনিয়ামের সর্বোচ্চ ভাণ্ডার কোন দেশে অবস্থিত ?


উত্তর : কানাডা ।


16. সিমুম কি ? 


উত্তর : সাহারায় প্রবাহিত বালুঝড় ।


17. কারাবুরাগ কী ? 


উত্তর : মধ্য এশিয়ার তুরান অববাহিকায় প্রবাহিত একপ্রকার বায়ু ।


18. হ্যারিকেন ঝড় কোন অঞ্চলে দেখা যায় ?


উত্তর : পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে ।


19. টাইফুন কোন অঞ্চলে দেখা যায় ?


উত্তর : চীন ও জাপান উপকূলে ।


20. পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি ?


উত্তর : প্রশান্ত মহাসাগর।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF


Post a Comment

Previous Post Next Post