সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি জীববিদ্যা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Biology Important Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে জীববিদ্যা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Biology Important Questions Answers।
জীববিদ্যা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Biology Important Questions Answers
1. বায়ুমন্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত হয়ে থাকে?
( a ) 77.17 ভাগ
( b ) 20.60 ভাগ
( c ) 0.03 ভাগ
( d ) 0.80 ভাগ
উত্তর - ( b ) 20.60 ভাগ
2. নীচের কোন ভিটামিনটি ফ্যাটে দ্রবীভূত হয়ে যায়?
( a ) Vit B
( b ) Vit D
( c ) Vit P
( d ) Vit C
উত্তর - ( b ) Vit D
3. ক্লোরােফিল অণুর মধ্যে কোন খনিজ পদার্থটি পাওয়া যায়?
( a ) Fe
( b ) Cu
( c ) Mg
( d ) Mn
উত্তর - ( c ) Mg
4. বর্ণালীর কোন রং গুলীতে সালােকসংশ্লেষ সবচেয়ে ভালাে হয়?
( a ) লাল ও নীল
( b ) নীল ও বেগুনী
( c ) হলুদ ও নীল
( d ) লাল ও হলুদ
উত্তর - ( a ) লাল ও নীল
5. কোন ভিটামিনটির অভাবে মানুষের স্কার্ভি রোগ হয়?
( a ) ভিটামিন A
( b ) ভিটামিন D
( c ) ভিটামিন E
( d ) ভিটামিন C
উত্তর - ( d ) ভিটামিন C
6. সার্বজনীন দাতা কোন গ্রুপের রক্তকে বলা হয়ে থাকে?
( a ) A
( b ) O
( c ) B
( d ) AB
উত্তর - ( b ) O
7. লজ্জাবতী পাতার চলন কোন প্রকারের চলন?
( a ) নিকটিন্যাস্টি
( b ) হাইপােন্যাস্টি
( c ) সিসমেন্যাস্টি
( d ) কেমােন্যাস্টি
উত্তর - ( c ) সিসমেন্যাস্টি
8. দুধে কোন খাদ্য উপাদানটি থাকে না?
( a ) Fe এবং ভিটামিন C
( b ) Ca এবং ভিটামিন C
( c ) ভিটামিন A এবং Ca
( d ) ভিটামিন A এবং Fe
উত্তর - ( a ) Fe এবং ভিটামিন C
9. নীচের কোন হরমােনটি একপ্রকার লােকাল হরমােন?
( a ) গ্যাস্টিন
( b ) হিস্টামিন
( c ) ব্রাডিকাইনিন
( d ) অক্সিটোসিন
উত্তর - ( d ) অক্সিটোসিন
10. আইলেটস অফ ল্যাঙ্গারহ্যানস কোন স্থানে অবস্থিত?
( a ) বৃক্কে
( b ) ট্রাকিয়ায়
( c ) অগ্ন্যাশয়ে
( d ) পাকস্থলিতে
উত্তর - ( c ) অগ্ন্যাশয়ে
11. সরীসৃপ ও স্তন্যপায়ীর মধ্যে সংযােগরক্ষাকারী প্রাণীটির নাম কী?
( a ) আরকিওপটেরিক্স
( b ) প্লাটিপাস
( c ) পেরিপেটাস
( d ) অক্টোপাস
উত্তর - ( b ) প্লাটিপাস
12 . কোন প্রাণীর চামড়ার নীচে পুরু ব্লাবারের স্তর থাকে?
( a ) কচ্ছপের
( b ) সাপের
( c ) ব্যাঙের
( d ) তিমির
উত্তর - ( d ) তিমির
13 . জরায়ুজ অঙ্কুরােদগম দেখা যায় কোন উদ্ভিদে?
( a ) গরান গাছে
( b ) মটর গাছে
( c ) সুন্দরী গাছে
( d ) ফণীমনসা গাছে
উত্তর - ( a ) গরান গাছে
14. টিকাকরণ পদ্ধতিটি প্রথম কে আবিষ্কার করেছিলেন?
( a ) লুই পাস্তুর
( b ) রােনাল্ড রস
( c ) আলেকজান্ডার ফ্লেমিং
( d ) এডওয়ার্ড জেনার
উত্তর - ( d ) এডওয়ার্ড জেনার
15. ভাইরােলজির জনক কে ছিলেন?
( a ) আইভানােওস্কি
( b ) বেইজিরিঙ্ক
( c ) এডওয়ার্ড জেনার
( d ) লুই পাস্তুর
উত্তর - ( b ) বেইজিরিঙ্ক
আরও পড়ুন:-
❏1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF-Click Here
❏1000+ জিকে MCQ প্রশ্ন উত্তর PDF-Click Here
❏ভারতবর্ষ সংক্রান্ত প্রশ্ন উত্তর PDF-Click Here
❏পশ্চিমবঙ্গ জিকে প্রশ্ন উত্তর PDF-Click Here
❏250+ ভারতীয় সংবিধান প্রশ্নোত্তর PDF-Click Here
❏পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম বিষয়সমূহ PDF-Click Here
❏2000 ভূগোল প্রশ্ন ও উত্তর PDF-Click Here
❏1000 ইতিহাস প্রশ্ন উত্তর PDF-Click Here
❏1200 জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর PDF-Click Here
❏1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF-Click Here
❏পৃথিবীর বিভিন্ন দেশ ও শহরের উপনাম PDF-Click Here
❏200+ পরিবেশবিদ্যা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF-Click Here
❏মানবদেহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF-Click Here
