জীবনবিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Life Science Important Question Answer

জীবনবিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Life Science Important Question Answer
জীবনবিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Life Science Important Question Answer

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি জীবনবিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Life Science Important Question Answer . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে জীবনবিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Life Science Important Question Answer।




জীবনবিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Life Science Important Question Answer

1. ‘দ্যা অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন’ গ্রন্থটির রচয়িতা কে? 

( a ) জ্যা ব্যাপিস্তে ল্যামার্ক 

( b ) হুগাে দ্যা ভিস 

( c ) চার্লস ডারউইন 

( d ) অ্যারিস্টটল 


উত্তর - ( c ) চার্লস ডারউইন 


2. শ্বসন প্রক্রিয়ায় মােট কত অণু ATP উৎপন্ন হয়?

( a ) 15 অণু

( b ) 30 অণু

( c ) 8 অণু 

( d ) 38 অণু 


উত্তর - ( d ) 38 অণু 


3. পিত্তরসের মধ্যে কোন উৎসেচকটি থাকে?

( a ) অ্যামাইলেজ 

( b ) ট্রিপসিন 

( c ) লাইপেজ

( d ) কোন উৎসেচকই থাকে না 


উত্তর - ( d ) কোন উৎসেচকই থাকে না 


4. উদ্ভিদদেহে কিসের মাধ্যমে জল পরিবাহিত হয়ে থাকে?

( a ) ফ্লোয়েমের মাধ্যমে

( b ) জাইলেমের মাধ্যমে

( c ) কর্টেক্সের মাধ্যমে 

( d ) নালিকা বান্ডিলের মাধ্যমে


উত্তর - ( b ) জাইলেমের মাধ্যমে


5. প্যারামেসিয়ামের গমনাঙ্গ -এর নাম কী? 

( a ) পা

( b ) ফ্লাজেলা 

( c ) সিলিয়া 

( d ) সিটা


উত্তর - ( c ) সিলিয়া 


6. খাদ্যশৃঙ্খলে সাধারণত খাদ্যস্তরের সংখ্যা কয়টি থাকে?

( a ) 3 থেকে 5 এর মধ্যে

( b ) 7 থেকে 10 এর মধ্যে 

( c ) 11 থেকে 13 এর মধ্যে 

( d ) 14 থেকে 16 এর মধ্যে 


উত্তর - ( a ) 3 থেকে 5 এর মধ্যে


7. কোন অঙ্গটি থেকে রেনিন ক্ষরিত হয়ে থাকে?

( a ) ফুসফুস 

( b ) ত্বক 

( c ) অন্ত্র

( d ) বৃক্ক


উত্তর - ( d ) বৃক্ক


8. মানুষের করােটি স্নায়ুর সংখ্যা কতগুলী?

( a ) 12 জোড়া 

( b ) 10 জোড়া 

( c ) 31 জোড়া 

( d ) 22 জোড়া 


উত্তর - ( a ) 12 জোড়া 


9. কোন হরমোন BMR বৃদ্ধি করতে সাহায্য করে?

( a ) ইনসুলিন 

( b ) অক্সিন 

( c ) থাইরক্সিন 

( d ) ইস্ট্রোজেন


উত্তর - ( c ) থাইরক্সিন 


10. কোশবাদের প্রবর্তক কে ছিলেন?

( a ) ওয়াটসন ও ক্লিক 

( b ) স্লেইডেন ও স্বােয়ান 

( c ) ড্যানিয়েল ও ড্যাভসন 

( d ) সিঙ্গার ও নিকলসন 


উত্তর - ( b ) স্লেইডেন ও স্বােয়ান 


11. সজীব কোশ প্রথম কে আবিষ্কার করেছিলেন?

( a ) রবার্ট ব্রাউন 

( b ) রবাট হুক 

( c ) লিউয়েন হক 

( d ) স্বােয়ন


উত্তর - ( c ) লিউয়েন হক 


12. বীজের সস্য নিউক্লিয়াসে ক্রোমােজোম সংখ্যা কত থাকে?

( a ) n 

( b ) 2n

( c ) 3n

( d ) 4n


উত্তর - ( c ) 3n


13. নিচের কোন উপাদানটি সজীব প্রকৃতির?

( a ) ট্রাকিয়া

( b ) ট্রাকিড 

( C ) জাইলেম প্যারেনকাইমা 

( d ) জাইলেম তন্তু


উত্তর - ( b ) ট্রাকিড 


14. সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম উল্লেখ করো।

( a ) যকৃৎ 

( b ) প্লীহা 

( c ) বৃক্ক 

( d ) প্যারােটিড গ্রন্থি 


উত্তর - ( b ) প্লীহা 


15. ভারমিফর্ম অ্যাপেনডিক্স পৌষ্টিকনালীর কোন অংশের মধ্যে সংলগ্ন থাকে?

( a ) মলাশয় 

( b ) সিকাম 

( c ) ডিওডিনাম 

( d ) জেজুনাম


উত্তর - ( b ) সিকাম


আরও পড়ুন:-

1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF-Click Here

1000+ জিকে MCQ প্রশ্ন উত্তর PDF-Click Here

ভারতবর্ষ সংক্রান্ত প্রশ্ন উত্তর PDF-Click Here

পশ্চিমবঙ্গ জিকে প্রশ্ন উত্তর PDF-Click Here

250+ ভারতীয় সংবিধান প্রশ্নোত্তর PDF-Click Here

পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম বিষয়সমূহ PDF-Click Here

2000 ভূগোল প্রশ্ন ও উত্তর PDF-Click Here

1000 ইতিহাস প্রশ্ন উত্তর PDF-Click Here

1200 জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর PDF-Click Here

1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF-Click Here

পৃথিবীর বিভিন্ন দেশ ও শহরের উপনাম PDF-Click Here

❏200+ পরিবেশবিদ্যা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF-Click Here

❏মানবদেহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF-Click Here

❏আন্তর্জাতিক ও গুরুত্বপূর্ণ দিবস সমূহ PDF-Click Here

❏ভারতের ঐতিহাসিক স্থাপত্যকীর্তি ও প্রতিষ্ঠাতা-Click Here


Post a Comment

Previous Post Next Post