সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 21st May 2024 Current Affairs in Bengali Quiz | 21st মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 21st May 2024 Current Affairs in Bengali Quiz | 21st মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
21st May 2024 Current Affairs in Bengali Quiz | 21st মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. "আন্তর্জাতিক চা দিবস" (International Tea Day) কোন দিন পালিত হয়ে থাকে?
উত্তর:- 21st মে।
2. PhonePe সম্প্রতি কোন দেশে UPI পরিষেবা চালু করেছে?
উত্তর:- শ্রীলঙ্কা
3. কোন কোম্পানির কৃষি ড্রোন সম্প্রতি DGCA থেকে সার্টিফিকেশন পেয়েছে?
উত্তর:- AITMC ভেঞ্চারস লিমিটেডের
4. সম্প্রতি কোথায় "IndiaSkills 2024" নামে স্কিল কম্পিটিশন শুরু হয়েছে?
উত্তর:- নিউ দিল্লি
5. সম্প্রতি অবসর ঘোষণাকারী সুনীল ছেত্রী কোন খেলায় যুক্ত?
উত্তর:- ফুটবল
6. সম্প্রতি ইন্ডিয়ান নেভির চিফ অফ পার্সোনেল হিসাবে নিযুক্ত হয়েছেন কে?
উত্তর:- সঞ্জয় ভাল্লা
7. সম্প্রতি প্রকাশিত ডেটা সেন্টার ক্যাপাসিটি তালিকায় শীর্ষ স্থানে রয়েছে কোন দেশ?
উত্তর:- ভারত
8. সম্প্রতি কোন দেশে "World Hydrogen Summit 2024" আয়োজিত হলো?
উত্তর:- নেদারল্যান্ডস
9. বিশ্বের উচ্চতম কম্পিটিটিভ সুইমিং পুল চালু করা হলো কোন দেশে?
উত্তর:- ভুটান
10. সম্প্রতি কোন ব্যাঙ্ক "PIXEL" নামে প্রথম ভার্চুয়াল ক্রেডিট কার্ড লঞ্চ করেছে?
উত্তর:- HDFC Bank.