সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি চোল সাম্রাজ্যের প্রশ্ন উত্তর | Chola Dynasties Questions Answer. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে চোল সাম্রাজ্যের প্রশ্ন উত্তর | Chola Dynasties Questions Answer।
.Join Telegram Channel-Click Here.
চোল সাম্রাজ্যের প্রশ্ন উত্তর | Chola Dynasties Questions Answer
1. চোল রাজ্যের প্রথম রাজা কে ছিলেন?
উত্তর:- কারিকল
2. চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর:- বিজয়ালয়
3. বিজয়ালয় কোন রাজাদের সামন্ত ছিলেন?
উত্তর:- পল্লব রাজা
4. চোলদের প্রথম রাজধানী কী ছিল?
উত্তর:- তাঞ্জোর
5. 'মাদুরাইকোন্ড' উপাধি গ্রহণ করেছিলেন কে?
উত্তর:- প্রথম পরান্তক
6. 'আরুমোলিবর্মণ' নামে কোন চোল রাজা পরিচিত ছিলেন?
উত্তর:- প্রথম রাজরাজ
7. তাঞ্জোরের বিখ্যাত রাজরাজেশ্বরের শিব মন্দির কে নির্মাণ করেছিলেন?
উত্তর:- প্রথম রাজরাজ
8. চোল বংশের শ্রেষ্ঠ রাজার নাম কী?
উত্তর:- প্রথম রাজেন্দ্র চোল
9. প্রাচীন ভারতের কোন রাজা শৈলেন্দ্র সাম্রাজ্যের বিরুদ্ধে নৌ অভিযান করেছিলেন?
উত্তর:- প্রথম রাজেন্দ্র চোল
10. কোন চোল রাজা ‘গঙ্গইকোন্দ’ নামে পরিচিত ছিল?
উত্তর:- প্রথম রাজেন্দ্র চোল।