সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি ভারতীয় অর্থনীতি MCQ প্রশ্নোত্তর | Indian Economy MCQ Questions Answer. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ভারতীয় অর্থনীতি MCQ প্রশ্নোত্তর | Indian Economy MCQ Questions Answer।
.Join Telegram Channel-Click Here.
ভারতীয় অর্থনীতি MCQ প্রশ্নোত্তর | Indian Economy MCQ Questions Answer
1. কোনটি ভারতের প্রথম বাণিজ্যিক ব্যাঙ্ক?
উত্তর:- হিন্দুস্তান ব্যাংক
2. কত সালে পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের পুনর্গঠনের জন্য বোর্ড গঠিত হয়েছিল?
উত্তর:- 2004
3. ভারতে কোন কমিটি প্রথমবারের মতো LIC-এর বেসরকারিকরণ ও পুনর্গঠনের সুপারিশ করেছিল?
উত্তর:- মালহোত্রা কমিটি
4. কোনটি "অত্যধিক অর্থ খুব কম পণ্যের পিছনে ছুটছে" এমন পরিস্থিতির জন্য ব্যবহৃত হয় কোনটি?
উত্তর:- চাহিদা টান মুদ্রাস্ফীতি
5. কোনটি ভারতীয়দের দ্বারা সম্পূর্ণরূপে পরিচালিত প্রথম ব্যাঙ্ক ছিল?
উত্তর:- পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
6. সীমান্ত পর্যটনের জন্য সীমা দর্শন প্রকল্প কোন রাজ্যের অন্তর্গত?
উত্তর:- গুজরাট
7. ভারতের কোন রাজ্য সবচেয়ে বেশি লবণ উৎপাদন করে?
উত্তর:- গুজরাট
8. ভারতের জিডিপিতে কোন খাত সর্বাধিক অবদান রাখে?
উত্তর:- টারশিয়ারি সেক্টর
9. মাংস রপ্তানিমুখী সংস্থা গুলি কোন সংস্থার সাথে যুক্ত?
উত্তর:- APEDA
10. কোনটি দেশের রূপালী বিপ্লবের সাথে সম্পর্কিত?
উত্তর:- ডিম উৎপাদন
11. কত সালে মেক ইন ইন্ডিয়া উদ্যোগ চালু করা হয়েছিল?
উত্তর:- 2014 সালে।
12. কোন শহরকে ভারতের "কটনোপলিস" বলা হয়?
উত্তর:- মুম্বাই
13. বিশ্বের সামগ্রিক শক্তি খরচের ক্ষেত্রে ভারতের স্থান কত?
উত্তর:- 3rd
14. IRDAI এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর:- হায়দ্রাবাদ
15. ভারতের প্রথম শুষ্ক বন্দর কোন জায়গায় খোলা হয়েছিল?
উত্তর:- বারাণসী।