3rd June 2024 Current Affairs in Bengali Quiz | 3rd জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

 

3rd June 2024 Current Affairs in Bengali Quiz | 3rd জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
3rd June 2024 Current Affairs in Bengali Quiz | 3rd জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স


সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 3rd June 2024 Current Affairs in Bengali Quiz | 3rd জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 3rd June 2024 Current Affairs in Bengali Quiz | 3rd জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স




3rd June 2024 Current Affairs in Bengali Quiz | 3rd জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. "বিশ্ব বাইসাইকেল দিবস" (World Bicycle Day) কোন দিন পালিত হয়ে থাকে?

উত্তর:- 3rd জুন

2. কোন দিনটিকে জাতিসংঘ "বিশ্ব ফুটবল দিবস" হিসেবে ঘোষণা করেছে?

উত্তর:- 3rd মে

3. সম্প্রতি কোথায় দশম ওয়ার্ল্ড ওয়াটার ফোরাম চালু হলো?

উত্তর:- ইন্দোনেশিয়ার বালিতে

4. দুরদর্শনে প্রথমবার আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সঞ্চালক লঞ্চ করা হলো, এগুলীর নাম কী?

উত্তর:- Krish এবং Bhoomi.

5. সম্প্রতি কোন রাজ্য সরকারি চাকরির ক্ষেত্রে মহিলাদের জন্য 33% সংরক্ষণ বাধ্যতামূলক করলো?

উত্তর:- কর্ণাটক সরকার।



6. সম্প্রতি ভারতের কোন এয়ারপোর্ট "Zero Waste to Landfill (ZWL) accolade" এর তকমা পেলো?

উত্তর:- তিরুবনন্তপুরম আন্তর্জাতিক এয়ারপোর্ট

7. সম্প্রতি কেরলে প্রাপ্ত নতুন এক বিরল প্রজাতির উদ্ভিদটির নাম কী?

উত্তর:- 'Emblica Chakrabartyi'.

8. সম্প্রতি কে গাণিতিক বিজ্ঞান বিভাগে "2024 Shaw Prize" জিতলেন।

উত্তর:- আমেরিকার Peter Sarnak.

9. আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্স এর 99 তম সদস্য হিসেবে যোগ দিলো কোন দেশ?

উত্তর:- স্পেন।

10. কর্পোরেট এজেন্ট হিসেবে ইন্সুরেন্স পণ্য বিক্রি করার জন্য IRDAI এর অনুমতি পেলো কোন সংস্থা?

উত্তর:- মাহিন্দ্রা ফাইন্যান্স।


আরও পড়ুন:- 3rd মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Previous Post Next Post