সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 4th June 2024 Current Affairs in Bengali Quiz | 4th জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 4th June 2024 Current Affairs in Bengali Quiz | 4th জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
4th June 2024 Current Affairs in Bengali Quiz | 4th জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. জাতিসংঘে ভারতের প্রথম মহিলা স্থায়ী প্রতিনিধি কে ছিলেন যিনি সম্প্রতি অবসর নিয়েছেন?
উত্তর:- রুচিরা কাম্বোজ (Ruchira Kamboj)
2. কোন দেশ ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের পরবর্তী বার্ষিক সাধারণ সভা আয়োজন করতে চলছে?
উত্তর:- ভারত
3. সম্প্রতি, কোন রাজ্য একটি IIM প্রতিষ্ঠার জন্য কেন্দ্রীয় অনুমোদন পেয়েছে?
উত্তর:- আসাম
4. চাং'ই-6 (Chang'e-6) মিশন নামক চন্দ্রযান সম্প্রতি চাঁদে পাঠালো কোন দেশ?
উত্তর:- চীন
5. সম্প্রতি অনুষ্ঠিত এশিয়ান জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে সোনা জিতে ইতিহাস গড়লেন কোন ভারতীয় জিমন্যাস্ট?
উত্তর:- দীপা কর্মকার।
6. একটি সিজনে তিনবার এভারেস্ট জয় করলেন নেপালের কোন পর্বত আরোহী?
উত্তর:- পূর্ণিমা শ্রেষ্ঠা।
7. দ্বিতীয়বারের জন্য লিথুয়ানিয়ার রাষ্ট্রপতি হিসেবে নির্বাচন হলেন কে?
উত্তর:- Gitanas Nausėda.
8. ভারতের প্রথম ভার্চুয়াল ক্রেডিট কার্ড PIXEL লঞ্চ করলো কোন ব্যাংক?
উত্তর:- HDFC ব্যাংক।
9. 5G এর থেকে প্রায় 20 গুন দ্রুত বিশ্বের প্রথম 6G ডিভাইস লঞ্চ করলো কোন দেশ?
উত্তর:- জাপান।
10. ভারতের 85 তম চেস গ্র্যান্ড মাস্টার কে হলেন?
উত্তর:- P. Shyam Nikhil.
আরও পড়ুন:- 3rd মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স