সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 5th June 2024 Current Affairs in Bengali Quiz | 5th জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 5th June 2024 Current Affairs in Bengali Quiz | 5th জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
5th June 2024 Current Affairs in Bengali Quiz | 5th জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. "বিশ্ব পরিবেশ দিবস" (World Environment Day) কোন দিন পালিত হয়ে থাকে?
উত্তর:- 5th জুন
2. সম্প্রতি কোন রাজ্য সরকার গুটকা এবং পান মশালা ব্যান করলো?
উত্তর:- তেলেঙ্গানা
3. Gitanas Nauseda সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন?
উত্তর:- লিথুয়ানিয়া
4. সম্প্রতি কোন ভারতীয় ক্রিকেটার Cricket Australia’s Multicultural Ambassadors হিসাবে নিযুক্ত হলেন?
উত্তর:- রবি শাস্ত্রী
5. সম্প্রতি কোন দেশ ভারতের RuPay সার্ভিস লঞ্চ করতে চলছে?
উত্তর:- মালদ্বীপ
6. প্রথমবার চাইনিজ সারস পাখির দেখা মিলল কোন রাজ্যে?
উত্তর:- উত্তরাখণ্ড
7. সম্প্রতি কোন ভারতীয় NASA's Hall of Fame -এ অন্তর্ভুক্ত হলেন?
উত্তর:- মুনিব আমিন ভাট
8. সম্প্রতি কোথায় প্রথম Asian Relay Championships অনুষ্ঠিত হলো?
উত্তর:- ব্যাংকক
9. আন্তর্জাতিক T20 ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার হলেন কে?
উত্তর:- বাবর আজম
10. কোন দেশের অভিনেতা Chris Hemsworth সম্প্রতি Hollywood Walk of Fame পেতে চলেছেন?
উত্তর:- অস্ট্রেলিয়া।
আরও পড়ুন:- 4th মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স