সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 2nd June 2024 Current Affairs in Bengali Quiz | 2nd জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 2d June 2024 Current Affairs in Bengali Quiz | 2nd জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
2nd June 2024 Current Affairs in Bengali Quiz | 2nd জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. তেলেঙ্গানা রাজ্যের প্রতিষ্ঠা দিবস কোন দিন পালিত হয়ে থাকে?
উত্তর:- 2nd জুন
2. Drone Didi' পাইলট প্রজেক্টের জন্য MSDE এর সাথে কোন কোম্পানি চুক্তি স্বাক্ষর করলো?
উত্তর:- মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা
3. কোন মহাকাশ গবেষণা সংস্থা চাঁদের বুকে প্রথম রেলওয়ে স্টেশন FLOAT (Flexible Levitation on a Track নির্মাণের কথা ঘোষণা করেছে?
উত্তর:- NASA.
4. পাকিস্তান কে হারিয়ে প্রথমবার সুলতান আজলান শাহ হকি ট্রফি জিতলো কোন দেশ?
উত্তর:- জাপান।
5. মধ্যপ্রদেশের বিজয়পুরে দেশের প্রথম গ্রীন হাইড্রোজেন প্লান্ট কমিশন করলো কোন কোম্পানি?
উত্তর:- GAIL (India) Ltd.
6. ভারতের কোন টানেলকে ইন্টারন্যাশনাল বুক অফ অনার ভারতের উচ্চতম টানেলের স্বীকৃতি দিলো?
উত্তর:- অরুণাচল প্রদেশের Sela টানেলকে।
7. DRDO সম্প্রতি RudraM-II ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে, এটি কোন ধরনের ক্ষেপণাস্ত্র?
উত্তর:- পৃষ্ঠ থেকে বায়ু (Air to surface)
8. কোন দেশে বহুজাতিক সামরিক মহড়া 'রেড ফ্ল্যাগ 24' আয়োজিত হচ্ছে?
উত্তর:- মার্কিন যুক্তরাষ্ট্র
9. সম্প্রতি কোথায় অ্যান্টার্কটিক চুক্তি পরামর্শক সভা অনুষ্ঠিত হলো?
উত্তর:- কোচি
10. কোন মন্ত্রণালয় সম্প্রতি গণযোগাযোগ ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু করেছে?
উত্তর:- জলবিদ্যুৎ মন্ত্রণালয়।
আরও পড়ুন:- 2nd মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স