1st June 2024 Current Affairs in Bengali Quiz | 1st জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

 

1st June 2024 Current Affairs in Bengali Quiz | 1st জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1st June 2024 Current Affairs in Bengali Quiz | 1st জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 1st June 2024 Current Affairs in Bengali Quiz | 1st জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 1st June 2024 Current Affairs in Bengali Quiz | 1st জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স




1st June 2024 Current Affairs in Bengali Quiz | 1st জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. বিশ্ব দুধ দিবস (World Milk Day) কোন দিন পালিত হয়ে থাকে?

উত্তর:- 1st জুন

2. গ্লোবাল লজিস্টিক্স পাওয়ারহাউস DP World ভারতের কোন শহরে বৃহত্তম ফ্রি ট্রেড ওয়ারহাউস জোন লঞ্চ করলো?



উত্তর:- চেন্নাইতে

3. সম্মিলিত জাতীপুঞ্জ 2024 -এর জন্য ভারতের অর্থনৈতিক বৃদ্ধি কত শতাংশ নির্ধারণ করেছে?

উত্তর:- 6.9%



4. গ্রাহক অভিজ্ঞতাকে ইনোভেশনে রূপান্তর করতে SBI জেনারেল ইন্সুরেন্স কোন প্লাটফর্ম লঞ্চ করেছে?

উত্তর:- 'Bima Central'

5. সম্প্রতি সিঙ্গাপুরের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কে  দায়িত্ব নিলেন?

উত্তর:- Lawrence Wong.

6. সম্প্রতি NASA -এর চিফ ইন্টেলিজেন্স অফিসার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- David Salvagnini.

7. সম্প্রতি ভারতের 85 তম চেস গ্র্যান্ড মাস্টার হলেন কে?

উত্তর:- তামিলনাড়ুর P Shyaamnikhil.

8. মার্কিন যুক্তরাষ্ট্রকে টপকে 2024 অর্থবর্ষে ভারতের বৃহত্তম ট্রেডিং পার্টনার হলো কোন দেশ?

উত্তর:- চীন।



9. গুগল আর্টস এন্ড কালচার সম্প্রতি কোন এক্সিহিবিশন লঞ্চ করলো।

উত্তর:- Millets: Seeds of Change.

10. ছত্তিশগড়ের প্রথম 15 MW ভাসমান সোলার প্লান্ট স্থাপন করতে চলেছে কোন কোম্পানি?

উত্তর:- SAIL-Bhilai.


আরও পড়ুন:- 31st মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Previous Post Next Post