31st May 2024 Current Affairs in Bengali Quiz | 31st মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

 

31st May 2024 Current Affairs in Bengali Quiz | 31st মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
31st May 2024 Current Affairs in Bengali Quiz | 31st মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স


সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 31st May 2024 Current Affairs in Bengali Quiz | 31st মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 31st May 2024 Current Affairs in Bengali Quiz | 31st মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স




31st May 2024 Current Affairs in Bengali Quiz | 31st মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. "বিশ্ব তামাকমুক্ত দিবস" (World No Tobacco Day) কোন দিন পালিত হয়ে থাকে?

উত্তর:- 31st মে।

2. AI পরিচালিত ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালু করবে কোন রাজ্য?

উত্তর:- সিকিম



3. সম্প্রতি অনুষ্ঠিত থাইল্যান্ড ওপেন 2024 -এর পুরুষ ডাবলসে খেতাব জিতলেন কে?

উত্তর:- Satwiksairaj Rankireddy এবং Chirag Shetty.



4. সম্প্রতি অনুষ্ঠিত ফেডারেশন কাপ 2024 -এ ভারতীয় জ্যাভলিন স্টার নীরাজ চোপড়া কোন মেডেল জিতলেন?

উত্তর:- গোল্ড মেডেল জিতলেন

5. সম্প্রতি ইরানের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে কে নিযুক্ত হলেন?

উত্তর:- Mohammad Mokhber.

6. ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের জন্য SBI কোন বিমা লঞ্চ করেছে?

উত্তর:- 'Surety Bond Bima'

7. টি-20 বিশ্বকাপ 2024 -এ স্কটল্যান্ড টিমকে স্পনসর করতে চলেছে কে?

উত্তর:- Nandini Dairy.

8. IndiaFirst লাইফ ইন্সুরেন্স কোম্পানির নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হলো?

উত্তর:- Rushabh Gandhi.

9. বিশ্বের তৃতীয় দেশ হিসেবে মঙ্গলের পৃষ্ঠে রোভার ও হেলিকপ্টার নামানোর জন্য Mangalyaan-2 মিশন লঞ্চ করতে চলেছে কোন দেশ?

উত্তর:- ভারত।



10. সম্প্রতি Forbes প্রকাশিত বিশ্বের Highest-Paid এথলেটিস 2024 তালিকায় কোন ক্রিড়াবীদ শীর্ষস্থান অধিকার করেছে?

উত্তর:- ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।


আরও পড়ুন:- 30th মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Previous Post Next Post