30th May 2024 Current Affairs in Bengali Quiz | 30th মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

 

30th May 2024 Current Affairs in Bengali Quiz | 30th মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
30th May 2024 Current Affairs in Bengali Quiz | 30th মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স


সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 30th May 2024 Current Affairs in Bengali Quiz | 30th মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 30th May 2024 Current Affairs in Bengali Quiz | 30th মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স




30th May 2024 Current Affairs in Bengali Quiz | 30th মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. Central Bureau of Investigation (CBI)-এর অ্যাডিশনাল ডিরেক্টর পদে সম্প্রতি কাদের নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- এ.ওয়াই.ভি. কৃষ্ণ ও এন. ভেনু গোপাল।



2. সম্প্রতি কোথায় উচ্চতম "Tank Repair Facilities" প্রতিষ্ঠা করলো ইন্ডিয়ান আর্মি?

উত্তর:- লাদাখ



3. সম্প্রতি কোন দেশ পরিবেশ রক্ষায় অবদানকারীদের জন্য ১০ বছরের Blue Residency Visa চালু করেছে?

উত্তর:- সংযুক্ত আরব আমিরাত (UAE)

4. Athletics Federation of India -র অফিসিয়াল কীট স্পন্সর করতে চলছে কোন কোম্পানি?

উত্তর:- Puma.

5. সম্প্রতি শট পুট ইভেন্টে জাতীয় রেকর্ড গড়লেন কে?

উত্তর:- আভা খাটুয়া

6. সম্প্রতি কোন ব্যাঙ্ক "PIXEL" নামে প্রথম ভার্চুয়াল ক্রেডিট কার্ড চালু করেছে?

উত্তর:- HDFC Bank.

7. সম্প্রতি অনুষ্ঠিত "28th Senior Women’s National Football C’ship" জিতলো কোন দল?

উত্তর:- মনিপুর

8. সম্প্রতি কোন দেশের চতুর্থ প্রধান মন্ত্রী হিসাবে শপথ নিলেন Lawrence Wong?

উত্তর:- সিঙ্গাপুর



9. সম্প্রতি ইন্ডিয়ান নেভির চিফ অফ পার্সোনেল হিসাবে কে নিযুক্ত হলেন?

উত্তর:- সঞ্জয় ভাল্লা

10. সম্প্রতি কোথায় Global AI Centre of Excellence চালু করলো TCS কোম্পানি?

উত্তর:- প্যারিস।


আরও পড়ুন:- 29th মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Previous Post Next Post