সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 29th May 2024 Current Affairs in Bengali Quiz | 29th মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 29th May 2024 Current Affairs in Bengali Quiz | 29th মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
29th May 2024 Current Affairs in Bengali Quiz | 29th মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির সভাপতি হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হলো?
উত্তর:- সঞ্জীব পুরি
2. সাম্প্রতিক ঘূর্ণিঝড় 'রেমাল' (Remal) -এর নামকরণ করেছে কোন দেশ?
উত্তর:- ওমান
3. সম্প্রতি, কোন রাজ্য সরকার গুটখা এবং পান মসলার উপর এক বছরের নিষেধাজ্ঞা জারি করেছে?
উত্তর:- তেলেঙ্গানা
4. সম্প্রতি কোথায় পারমাণবিক নিরাপত্তা সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন (ICONS-2024) অনুষ্ঠিত হলো?
উত্তর:- ভিয়েনা
5. সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী হাইড্রোজেন ফুয়েল সেল বাসের জন্য কার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে?
উত্তর:- IOCL
6. DRDO -এর চেয়ারম্যান কে, যার মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে?
উত্তর:- ডঃ সমীর ভি কামত (Dr. Sameer V Kamat).
7. প্রতি বছর "বিশ্ব ক্ষুধা দিবস" (World Hunger Day) কবে পালন করা হয়?
উত্তর:- ২৮ মে
8. কে 2024 এশিয়ান জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতে প্রথম ভারতীয় জিমন্যাস্ট হয়েছেন?
উত্তর:- দীপা কর্মকার (Dipa Karmakar)
9. সম্প্রতি, কতটি দেশ ESA/EU স্পেস কাউন্সিলে জিরো ডেব্রিস চার্টারে স্বাক্ষর করেছে?
উত্তর:- 12টি
10. রাষ্ট্রীয় মালিকানাধীন GAIL (ইন্ডিয়া) লিমিটেড সম্প্রতি মধ্যপ্রদেশের কোন অঞ্চলে তার প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট চালু করেছে?
উত্তর:- বিজয়পুর।
আরও পড়ুন:- 28th মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স