সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি সাধারণ জ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Competitive Exam General Knowledge. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে সাধারণ জ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Competitive Exam General Knowledge।
সাধারণ জ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Competitive Exam General
1. পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ কোন ভাষায় কথা বলে?
উত্তর:- ম্যান্ডারিন (চিন, তাইওয়ান, সিঙ্গাপুর)
2. 'সামথিং বিউটিফুল ফর গড' - এই বিখ্যাত উক্তিটির বক্তা কে?
উত্তর:- মাদার টেরিজা
3. সুধির ধর কোন ক্ষেত্রে বিখ্যাত ছিলেন?
উত্তর:- কার্টুন জগতে
4. সত্যজিৎ রায়ের 'পথের পাঁচালি' কবে মুক্তি পেয়েছিল?
উত্তর:- 26 আগস্ট, 1995 সালে
5. বঙ্কিমচন্দ্রের রচিত প্রথম উপন্যাস কোনটি?
উত্তর:- দুর্গেশনন্দিনী
6. 'সবার উপরে মানুষ সত্য' - এই বিখ্যাত উক্তিটি কার?
উত্তর:- চণ্ডীদাস
7. ভারতের প্রথম রঙিন চলচ্চিত্র প্রস্তুত হয় কোন শহরে?
উত্তর:- কলকাতায়
8. ভারতের প্রথম মহিলা সংগীতকার কে ছিলেন?
উত্তর:- জাদ্দেন বাঈ
9. ভারতে প্রথম অ্যানিমেটেড ছবি প্রস্তুত করেছিলেন কে?
উত্তর:- অশোক কাউল
10. সুভাসচন্দ্র বসু সম্পাদিত সপ্তাহিক পত্রিকাটির নাম কী?
উত্তর:- বাংলার কথা
11. কোন সংগীত যন্ত্রে সবধরনের রাগই বাজানো যায়?
উত্তর:- সেতার
12. 'টিমোথি পেনপোয়েম' ছদ্মনামে কে ২টি কাব্যগ্রন্থ রচনা করেছিলেন?
উত্তর:- মাইকেল মধুসূদন দত্ত
13. বিশ্বে সর্বাধিক প্রচলিত গান কোনটি?
উত্তর:- হ্যাপি বার্থডে টু ইউ
14. 'হ্যাপি বার্থডে টু ইউ' গানটি কারা লেখেন?
উত্তর:- মিলড্রেড জে হিল ও প্যাটি হিল (দুই বোন)
15. ভারত ও বাংলাদেশের জাতীয় সংগীত রচনা করেন কে?
উত্তর:- রবীন্দ্রনাথ ঠাকুর
16. ভারতীয় টাকায় কটি ভাষার উল্লেখ থাকে?
উত্তর:- 17 টি
17. ইংরেজি ভাষায় সবথেকে বেশি ব্যাবহৃত অক্ষর কোনটি?
উত্তর:- "E"
18. বিখ্যাত চরিত্র গোপাল ভাঁড় কোন রাজার সভাসদ ছিলেন?
উত্তর:- মহারাজ কৃষ্ণচন্দ্র
19. রবীন্দ্রনাথের প্রথম নাটক কোনটি?
উত্তর:- বাল্মীকি প্রতিভা
20. 'মেঘে ঢাকা তারা' (1960) ছায়াছবিটির পরিচালক কে ছিলেন?
উত্তর:- ঋত্বিক ঘটক
21. বাংলা সংগীতে গজলের প্রচলন করেছিলেন কে?
উত্তর:- কাজী নজরুল ইসলাম
22. প্রথম নির্বাক বাংলা ছবি কোনটি?
উত্তর:- সত্যবাদী রাজা হরিশচন্দ্র
23. প্রথম হিন্দি রঙিন ছবি কোনটি?
উত্তর:- কিষান কন্য।