8th June 2024 Current Affairs in Bengali Quiz | 8th জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

 

8th June 2024 Current Affairs in Bengali Quiz | 8th জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
8th June 2024 Current Affairs in Bengali Quiz | 8th জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 8th June 2024 Current Affairs in Bengali Quiz | 8th জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 8th June 2024 Current Affairs in Bengali Quiz | 8th জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স




8th June 2024 Current Affairs in Bengali Quiz | 8th জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 

1. "Sarathi 2.0" নামক মোবাইল অ্যাপ কে লঞ্চ করলো?

উওর:- SEBI.

2. সম্প্রতি কোন রাজ্য সরকার বায়ু দূষণ মোকাবিলায় বিশ্বব্যাংকের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে?

উওর:- হরিয়ানা



3. সম্প্রতি ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে কোন দেশ?

উওর:- স্লোভেনিয়া



4. সম্প্রতি কোন দেশ ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশ নিষিদ্ধ করেছে?

উওর:- মালদ্বীপ

5. 2024 সালের লোকসভা নির্বাচনে কোন আসনে 'NOTA'-তে 2 লক্ষের বেশি ভোট দেওয়া হয়েছিল?

উওর:- ইন্দোর (মধ্যপ্রদেশ)

6. বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে 600টি ছক্কা মারার রেকর্ড গড়লেন কে?

উওর:- রোহিত শর্মা (Rohit Sharma)

7. প্রতিরক্ষা মন্ত্রক সশস্ত্র বাহিনীর জন্য একটি উত্সর্গীকৃত টেলি মানস সেল স্থাপনের জন্য কার সাথে হাত মিলিয়েছে?

উওর:- কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক

8. সম্প্রতি কোন রাজ্যে নীল পিঁপড়ার একটি নতুন প্রজাতির সন্ধান পাওয়া গেছে?

উওর:- অরুণাচল প্রদেশ


9. ক্লডিয়া শিনবাউম কোন দেশের প্রথম মহিলা নির্বাচিত রাষ্ট্রপতি হয়েছেন?

উওর:- মেক্সিকো

10. কোন দেশ সম্প্রতি আনুষ্ঠানিকভাবে তাদের মহাকাশ সংস্থা চালু করেছে?

উওর:- দক্ষিণ কোরিয়া।


আরও পড়ুন:- 7th মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Previous Post Next Post