সৌরজগতের গ্রহগুলির পরিচিতি | Planets of the Solar System Introduction

 

সৌরজগতের গ্রহগুলির পরিচিতি | Planets of the Solar System Introduction
সৌরজগতের গ্রহগুলির পরিচিতি | Planets of the Solar System Introduction 


সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি সৌরজগতের গ্রহগুলির পরিচিতি | Planets of the Solar System Introduction . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে সৌরজগতের গ্রহগুলির পরিচিতি | Planets of the Solar System Introduction




সৌরজগতের গ্রহগুলির পরিচিতি | Planets of the Solar System Introduction     

বুধ (Mercury) :

সৌরজগতে অবস্থান — সূর্যের নিকটতম গ্রহ। (গড় দূরত্ব প্রায় 58 কোটি কিমি)।

আয়তন — আয়তনে অষ্টম, বামন গ্রহ প্লুটোর দ্বিগুণেরও বেশি। পৃথিবীর চাঁদ থেকে সামান্য বড়ো।

● গ্রহগুলির মধ্যে এর গড় ঘনত্ব সব থেকে বেশি।

● বায়ুমণ্ডল অত্যন্ত পাতলা। জল নেই। সুতরাং প্রাণের অস্তিত্বও নেই।

● সূর্যের অত্যন্ত কাছাকাছি অবস্থানের জন্য তীব্র সূর্যালোকে এই গ্রহকে দেখা যায় না, কেবলমাত্র সূর্যোদয়ের ঠিক আগের সময়ে পূর্বাকাশে এবং সূর্যাস্তের ঠিক পরের সময়ে পশ্চিম আকাশে একে দেখা যায়। এর উপরিপৃষ্ঠ আগ্নেয়গিরির জ্বালামুখে পূর্ণ।


শুক্র (Venus) :

সৌরজগতে অবস্থান — সূর্যের দ্বিতীয় নিকটতম গ্রহ। (গড় দূরত্ব প্রায় 10 : 8 কোটি কিমি)। পৃথিবীর নিকটতম গ্রহ, দূরত্ব প্রায় 3 কোটি কিমি।

আয়তন — আয়তনে সৌরজগতের গ্রহগুলির মধ্যে ষষ্ঠ।

● বায়ুমণ্ডলের প্রায় সবটাই কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন নেই। অতি সামান্য পরিমাণ জলীয় বাষ্প ছাড়া জলও প্রায় নেই। এসব কারণে এখানে প্রাণের অস্তিত্ব নেই।

● আমাদের সৌরজগতের গ্রহগুলির মধ্যে শুক্র গ্রহকেই সব থেকে বেশি উজ্জ্বল দেখায়। এই গ্রহকে সকালে শুকতারা (Lucifer) এবং সন্ধ্যায় সন্ধ্যাতারা (সাঁঝতারা Vesper) বলে, পূর্বে দুটিকে আলাদা জ্যোতিষ্ক বলে মনে করা হত।

● শুক্রগ্রহের আয়তন পৃথিবীর আয়তনের প্রায় সমান, ওজনও প্রায় একই রকম, বায়ুমণ্ডলও আছে, তাই এই গ্রহকে ‘পৃথিবীর যমজ ভাই’ বলা হয়।


পৃথিবী (The Earth) :

উপগ্রহ একটি — চাঁদ

● সৌরজগতে অবস্থান — সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ। (গড় দূরত্ব প্রায় 15 কোটি কিমি)।

আয়তন— সৌরজগতের পঞ্চম বৃহত্তম গ্রহ।

● বায়ুমণ্ডলের প্রধান উপাদান নাইট্রোজেন 78%, অক্সিজেন 21%, প্রায় তিন ভাগ জল।

● পৃথিবীর সৃষ্টি হয়েছে প্রায় 460 কোটি বছর আগে এবং পৃথিবীর প্রাচীনতম শিলার বয়স প্রায় 398 কোটি বছর।

● অন্তঃস্থ গ্রহগুলি সূর্যের নিকটবর্তী বলে প্রচণ্ড সৌরতাপে ভীষণ তেতে পুড়ে থাকে, আর বহিঃস্থ গ্রহগুলি দূরে অবস্থিত বলে অতিশীতল অবস্থায় থাকে। একমাত্র পৃথিবীই সূর্য থেকে এমন দূরত্বে রয়েছে যেখানে অনুকূল উষ্মতা, বায়ুমণ্ডল ও জল রয়েছে যার ফলে এই গ্রহে প্রাণের সঞ্চার হয়েছে, প্রাণী ও উদ্ভিদের সৃষ্টি সম্ভব হয়েছে।

● আমরা এই গ্রহেরই অধিবাসী।


মঙ্গল (Mars) :

উপগ্রহ - দুটি উপগ্রহ — ফোবস ও ডিমস

সৌরজগতে অবস্থান — সূর্য থেকে দূরত্ব অনুযায়ী চতুর্থ গ্রহ।

আয়তন — সপ্তম বৃহত্তম গ্রহ। পৃথিবীর ব্যাসের প্রায় অর্ধেক।

● বায়ুমণ্ডল অত্যন্ত পাতলা তবে কুয়াশার মতো ঘিরে আছে, ধূলিঝড়ও বয়।

● ভূপৃষ্ঠটি হলুদ-লালচে, রক্তের মতো লাল দেখায়, তাই এই গ্রহের নাম লাল গ্রহ (Red Planet)

● মঙ্গলগ্রহ সম্বন্ধে বিশদভাবে জানার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন মহাকাশ যান পাঠানো হয়েছে। যেমন — মেরিনার, ভাইকিং, পাথ ফাইন্ডার, অপারচুনিটি। বিজ্ঞানীরা অনুমান করেন যে মঙ্গলগ্রহে এককালে পর্যাপ্ত পরিমাণে জল ছিল এবং হয়তো প্রাণীও ছিল। 28.10.2003 তারিখে মঙ্গলগ্রহটি পৃথিবীর সব থেকে কাছে এসেছিল, দূরত্ব ছিল 5:58 কোটি কিমি; ষাট হাজার বছর অন্তর এরূপ অবস্থানে আসে।


বৃহস্পতি (Jupiter) :

উপগ্রহ – 112 টি

সৌরজগতে অবস্থান — সূর্য থেকে দূরত্ব অনুযায়ী পঞ্চম গ্রহ।

আয়তন — আয়তনে আমাদের সৌরজগতের গ্রহগুলির মধ্যে সব থেকে বড়ো, পৃথিবীর আয়তনের প্রায় 1403 গুণ। এত বিশাল আকারের জন্য একে দেবতাদের গুরুর নামে ‘বৃহস্পতি’ বা ‘গ্রহগুরু’ বলা হয়। 1989 সালে উৎক্ষিপ্ত গ্যালিলেও মহাকাশযানটি ছয় বছর পরে 1995 সালে বৃহস্পতির পরিবেশে গিয়ে পৌঁছায় এবং তখন থেকে আট বছর ধরে তথ্যাদি পাঠাতে থাকে। জ্বালানি ফুরিয়ে যাওয়ার পর একে বৃহস্পতির বুকে ঝাঁপ খাইয়ে বিনষ্ট করে দেওয়া হয়। জানা গেছে বৃহস্পতির বলয়ও আছে।


এর উপগ্রহগুলির মধ্যে গ্যানিমিড (Ganymide) আয়তনে প্লুটো (বামন গ্রহ) ও বুধ অপেক্ষা বড়ো, আমাদের সৌরজগতের বৃহত্তম উপগ্রহ। আইও আরেকটি উল্লেখযোগ্য উপগ্রহ।

● বায়ুমণ্ডল আছে, যার 90 % ই হালকা গ্যাস হাইড্রোজেন ও হিলিয়াম। মেঘ দেখা যায়।

● গ্রহটিতে একটি অতিবৃহৎ লাল দাগ দেখা যায়। বস্তুটি কী এখনও ঠিকভাবে জানা যায়নি।

● গ্রহটির উদ্দেশ্যে ভয়েজার, পাইওনিয়ার সিরিজের মহাকাশযান প্রেরণ করা হয়েছে।


শনি (Saturn) :

উপগ্রহ – 31 টি — টাইটন, ফিবি, প্যানডোরা প্রভৃতি 

সৌরজগতে অবস্থান — সূর্য থেকে দূরত্ব অনুযায়ী ষষ্ঠ গ্রহ।

আয়তন — আয়তনে আমাদের সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। এই গ্রহের সব থেকে বড়ো উপগ্রহ টাইটন — সৌরজগতের উপগ্রহগুলির মধ্যে কেবল এরই উল্লেখযোগ্য বায়ুমণ্ডল আছে।

● বায়ুমণ্ডলে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসই বেশি।

● গ্রহটির বিশেষ বৈশিষ্ট্য এর বলয়। পূর্বে মনে করা হত এর তিনটি বলয় আছে, এখন আরও দুটি বলয় আবিষ্কৃত হয়েছে। বিজ্ঞানীরা মনে করেন কোনো উপগ্রহ ভেঙে টুকরো টুকরো হয়ে এই বলয়গুলির সৃষ্টি হয়েছে।


ইউরেনাস (Uranus) :

উপগ্রহ – 17 টি – ওবেরন, মিরান্ডা, টাইটানিয়া প্রভৃতি

সৌরজগতে অবস্থান — সূর্য থেকে দূরত্ব অনুযায়ী সপ্তম গ্রহ।

আয়তন — আয়তনে আমাদের সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ। এই গ্রহের বলয়ও আবিষ্কৃত হয়েছে।

● দেখতে সবুজ রঙের বলে একে 'সবুজ গ্রহ’ -ও বলে।


নেপচুন (Neptune):

উপগ্রহ –  ৮ টি — ট্রাইটন, ডেসপিনা প্রভৃতি

সৌরজগতে অবস্থান — সূর্য থেকে দূরত্ব অনুযায়ী অষ্টম গ্রহ।

আয়তন — আয়তনে আমাদের সৌরজগতের চতুর্থ বৃহত্তম গ্রহ।

● পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি অপেক্ষা 11 গুণ বেশি।

● বায়ুমণ্ডল অত্যন্ত ঘন ও ভারী।


বামন গ্রহ প্লুটো (Pluto)

উপগ্রহ – 1 টি— কেরন, Charon

সৌরজগতে অবস্থান — আমাদের সৌরজগতের পরিক্রমণরত জ্ঞাত জ্যোতিষ্কগুলির মধ্যে, সূর্যের দূরতম।

আয়তন — আয়তনে বুধ অপেক্ষা ছোটো, আমাদের চাঁদ অপেক্ষাও অনেক ছোটো। ব্যাস 2274 কিমি।

● সৌরজগতের নয়টি প্রধান জ্যোতিষ্কের মধ্যে এর মধ্যে এর কক্ষই সব থেকে বেশি উপবৃত্তাকার।

● আমাদের সৌরজগতের দূরতম ও শীতলতম জ্যোতিষ্ক। খুবই পাতলা বায়ুমণ্ডল আছে।


বর্তমান মর্যাদা — ‘বামন গ্রহ’ – এই নতুন অভিধার কারণ — নেপচুনের প্রবল অভিকর্ষজ বলের টানে প্লুটো অনেক সময়ই নেপচুনের কক্ষ অঞ্চলে ঢুকে পড়ে। এর ফলে প্লুটোর কক্ষগত অবস্থান বদলে যায়। প্রতি 248 বছরে একাদিক্রমে 20 বছর প্লুটোর এরূপ অবস্থা হয়। বিগত 1979-1999 সময়কালে প্লুটো নেপচুনের কক্ষ অঞ্চলে ছিল। আর এই বিচ্যুতির জন্য প্লুটোকে ‘বামনগ্রহ' আখ্যা দেওয়া হয়েছে।


Previous Post Next Post