22nd June 2024 Current Affairs in Bengali Quiz | 22nd জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

 

22nd June 2024 Current Affairs in Bengali Quiz | 22nd জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
22nd June 2024 Current Affairs in Bengali Quiz | 22nd জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 


সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 22nd June 2024 Current Affairs in Bengali Quiz | 22nd জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 22nd June 2024 Current Affairs in Bengali Quiz | 22nd জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।




22nd June 2024 Current Affairs in Bengali Quiz | 22nd জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স     

1. সম্প্রতি হংকংকে অতিক্রম করে বিশ্বের চতুর্থ বৃহত্তম "Global Equity Markets" হলো কোন দেশ?

উওর:- ভারত

2. সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি পদে পুনরায় নির্বাচিত হলেন Cyril Ramaphosa?

উওর:- দক্ষিণ আফ্রিকা


3. সম্প্রতি আবিস্কৃত মঙ্গল গ্রহের একটি গহ্বরের নাম কার নাম অনুসারে রাখা হয়েছে?

উওর:- দেবেন্দ্র লাল

4. ভাধাবন বন্দরকে (Vadhavan port) কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে, কোন রাজ্যে এটি তৈরি হতে চলেছে?

উওর:- মহারাষ্ট্র

5. আন্তর্জাতিক যোগ দিবস 2024-এর থিম কী?

উওর:- 'স্ব ও সমাজের জন্য যোগ' ('Yoga for Self and Society') 

6. আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে 100 উইকেট নেওয়া দ্বিতীয় দ্রুততম বোলার কে হলেন?

উওর:- সন্দীপ লামিছনে (Sandeep Lamichhane) 

7. সম্প্রতি প্রয়াত পি. থাঙ্কাপ্পন নায়ার কে ছিলেন?

উওর:- বিখ্যাত ইতিহাসবিদ ও লেখক


8. সম্প্রতি কে দিল্লি MCD কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন?

উওর:- অশ্বিনী কুমার

9. সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোন রাজ্যে নালন্দা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উদ্বোধন করলেন?

উওর:- বিহার

10. সম্প্রতি দক্ষিণ-পূর্ব এশিয়ার কোন দেশ সমকামী বিবাহকে স্বীকৃতি দিয়েছে?

উওর:- থাইল্যান্ড।


আরও পড়ুন:- 21st জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Previous Post Next Post