14th August 2024 Current Affairs in Bengali Quiz | 14th আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

 

14th August 2024 Current Affairs in Bengali Quiz | 14th আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
14th August 2024 Current Affairs in Bengali Quiz | 14th আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 14th August 2024 Current Affairs in Bengali Quiz | 14th আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 14th August 2024 Current Affairs in Bengali Quiz | 14th আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।




14th August 2024 Current Affairs in Bengali Quiz | 14th আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স                          

 1. সম্প্রতি National Housing Bank -এর ম্যানেজিং ডিরেক্টর পদে কাকে নিযুক্ত করা হলো?

উত্তর:- সঞ্জয় শুক্লা

2. রমেন ডেকা সম্প্রতি কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন?

উত্তর:- ছত্তিশগড়


3. সম্প্রতি কোন দেশের নতুন প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন Masoud Pezeshkian?

উত্তর:- ইরান

4. সম্প্রতি কোন ভারতীয় সামরিক বাহিনী ‘Suvidha Software Version 1.0’ চালু করেছে?

উত্তর:- ইন্ডিয়ান কোস্ট গার্ড

5. সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রী ‘Ideas 4 Life’ পোর্টাল চালু করেছেন?

উত্তর:- ভূপেন্দ্র যাদব

6. 2024 সালের প্যারিস অলিম্পিকে কোন দেশ সবচেয়ে বেশি পদক জিতেছে?

উত্তর:- মার্কিন যুক্তরাষ্ট্র

7. প্যারিস অলিম্পিক 2024 -এর পদক তালিকায় ভারত কত তম স্থান দখল করেছে?

উত্তর:- 71 তম

8. সম্প্রতি ভারতের ক্যাবিনেট সেক্রেটারি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- টিভি সোমানাথন (TV Somanathan)


9. ভারত সম্প্রতি কোন দেশের সাথে UPI পরিষেবা চালু করার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে?

উত্তর:- মালদ্বীপ

10. আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অ্যাথলেট কমিশনের দ্বিতীয় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন কে?

উত্তর:- অভিনব বিন্দ্রা।

 

আরও পড়ুন:- 13th আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Previous Post Next Post