15th August 2024 Current Affairs in Bengali Quiz | 15th আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

 

15th August 2024 Current Affairs in Bengali Quiz | 15th আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
15th August 2024 Current Affairs in Bengali Quiz | 15th আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 15th August 2024 Current Affairs in Bengali Quiz | 15th আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 15th August 2024 Current Affairs in Bengali Quiz | 15th আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।




15th August 2024 Current Affairs in Bengali Quiz | 15th আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স                          

 1. 15th আগষ্ট 2024 ভারতের কততম স্বাধীনতা দিবস উদযাপন হলো?

উত্তর:- 78 তম স্বাধীনতা দিবস।

2. সম্প্রতি কোন দেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অ্যালুমিনিয়াম উৎপাদক দেশ হিসাবে নজির গড়ল?

উত্তর:- ভারত


3. সম্প্রতি IIT খড়্গপুরের পক্ষ থেকে ডক্টরের সম্মানে সম্মানিত হলেন কে?

উত্তর:- গুগলের বর্তমান CEO সুন্দর পিচাই

4. ছত্তিশগড়ের নতুন রাজ্যপাল হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন?

উত্তর:- রমেন ডেকা

5. সম্প্রতি ইরানের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করলেন কে?

উত্তর:- Masoud Pezeshkian.

6. সম্প্রতি Eastern Coalfields Limited -এর CMD হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- সতীশ ঝা।

7. সম্প্রতি ভারতের প্রথম NFC কার্ড সাউন্ড বক্স লঞ্চ করল কোন কোম্পানি?

উত্তর:- PayTM.

8. সম্প্রতি সিকিমের নতুন রাজ্যপাল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- ওম প্রকাশ মাথুর


9. সম্প্রতি অনুষ্ঠিত প্যারিস অলিম্পিক ২০২৪ -এ পুরুষদের ৫০ মিটার রাইফেল শুটিং বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন কে?

উত্তর:- ভারতীয় ক্রীড়াবিদ স্বপ্নিল কুশালে

10. সম্প্রতি রুয়ান্ডা -র রাষ্ট্রপতি হিসেবে হিসেবে শপথ গ্রহণ করলেন কে?

উত্তর:- পল কাগামে (Paul Kagame).

 

আরও পড়ুন:- 14th আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Previous Post Next Post